সোমবার থেকে টানা তিন দিনের হরতাল
সোমবার সকাল ৬টা থেকে বুধবার সন্ধ্যা ৬টা পর্যন্ত সারা দেশে টানা ৬০ ঘন্টা হরতালের ডাক দিয়েছে বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোট। নির্বাচনকালীন নির্দলীয় সরকারের বিষয়ে সংলাপে সরকারের ‘সদিচ্ছা’ নিয়ে প্রশ্ন তুলে শনিবার নতুন এই কর্মসূচি ঘোষণা করেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
হরতালের ঘোষণা দিয়ে মির্জা ফখরুল হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, শান্তিপূর্ণ হরতাল কর্মসূচিতে বাধা দেয়া হলে উদ্ভূত পরিস্থিতির দায়ভার সরকারের ওপর বর্তাবে। বিরোধী দলের জনদাবিতে সরকার কান না দেয়ায় বাধ্য হয়ে হরতাল ডাকা হয়েছে বলে দাবি করেন ফখরুল। নির্বাচনকালীন নির্দলীয় সরকারের দাবিতে গত সপ্তাহেও টানা ৬০ ঘন্টার হরতাল পালন করে ১৮ দলীয় জোট। মির্জা ফখরুলের দাবি অনুযায়ী ওই ৬০ ঘণ্টার হরতালে বিরোধী দলের ২০ নেতা-কর্মীকে হত্যা, ছয় হাজারের অধিক নেতা-কর্মীকে গ্রেফতার করা হয়। জানা গেছে, নির্দলীয় সরকারের দাবিতে এখন থেকে টানা কর্মসুচি চালিয়ে যাবে বিএনপি। দলের হাইকমান্ডের সিদ্ধান্ত অনুযায়ী শেখ হাসিনার অধীনে অন্তবর্তী সরকারে অংশ নেবে না তারা। বিরোধী দলের উপেক্ষা করে শেষ পর্যন্ত নির্বাচনের উদ্যোগ নেয়া হলে তা সর্বশক্তি দিয়ে প্রতিহত করা হবে।