ব্রিটিশ এমপি সাময়িক বহিষ্কার
দখলদার ইসরাইলকে ‘বর্ণবাদী রাষ্ট্র’ বলার কারণে ব্রিটিশ এমপি ডেভিড ওয়ার্ডকে সাময়িকভাবে বহিষ্কার করেছে লিবারেল ডেমোক্রেট পার্টি। গত ১৩ জুলাই ওই এমপি টুইটারে লিখেছিলেন, অবশেষে ইহুদিবাদীরা লড়াইয়ে হেরে যাচ্ছে। এরপর তিনি প্রশ্ন করেন, বর্ণবাদী রাষ্ট্র ইসরাইল কত দিন টিকতে পারবে?
লিবারেল ডেমোক্রেট পার্টির পক্ষ থেকে বলা হয়েছে, ডেভিড ওয়ার্ডকে ১৩ সেপ্টেম্বর পর্যন্ত বহিষ্কার করা হয়েছে। তাকে আর দলের সংসদীয় কমিটির সদস্য হিসেবে গণ্য করা হবে না। দলের এ সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ জানিয়ে ওয়ার্ড বলেছেন, ‘ইসরাইলকে বর্ণবাদী রাষ্ট্র বলার কারণে আমি ক্ষমা চাইবো না। আমি জানি না ইসরাইলকে আর অন্য কিভাবে বর্ণনা করা যায়।
তিনি বলেন, অনেক মানুষই ইসরাইলকে বর্ণবাদী রাষ্ট্র হিসেবে জানে। এর আগে লিবারেল ডেমোক্রেট পার্টি ইসরাইলের বিরুদ্ধে মন্তব্য করার কারণে বেরোনেস জেনি টংকে বহিষ্কার করেছে।
তিনি বলেছেন, ইসরাইল চীরদিন সেখানে টিকে থাকবে না।