১৭ নভেম্বরের পর সর্বদলীয় সরকার গঠন করা হবে : অর্থমন্ত্রী

Mal১৭ নভেম্বরের পর সর্বদলীয় সরকার গঠন করা হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। তিনি বলেছেন, এ সময়ের মধ্যে বিরোধী দলের সাথে সংলাপ হবে। একটি সমঝোতাও হবে। তবে সর্বদলীয় সরকারের প্রধান বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাই হবেন। সোমবার সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা বৈঠকের পর সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। অর্থমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা শ্রীলঙ্কা সফরের যাচ্ছেন। সেখান থেকে তিনি ১৭ নভেম্বর দেশে ফিরবেন। তারপরই সর্বদলীয় সরকার গঠন করা হবে। তিনি বলেন, আমি আগেও বলেছি, নির্বাচন অনুষ্ঠিত হবার ৪৫ দিন আগেই সর্বদলীয় সরকার গঠন করা হবে। তবে সেটি ১০ দিন বা পাঁচ দিন আগেও গঠন করা হতে পারে। নির্দলীয় সরকারের দাবিতে বিরোধী দলের চলমান হরতালের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে মুহিত বলেন, হরতাল আর চলবে না। তার আগেই সমঝোতা হবে। আর হরতাল করে কিছু করা যাবে না। প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্দলীয় সরকারের প্রধান হলে সেখানে খালেদা জিয়ার নেতৃত্বেধীন বিরোধী জোট অংশ নেবে না, তা হলে কীভাবে সমঝোতা হবে- এ প্রশ্নের জবাবে তিনি হেসে বলেন, বেগম খালেদা জিয়া তো আপষোণহীন নেত্রীর খেতাব পেয়েছেন। এটি তো রক্ষা করতেই হয়।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button