জেল হত্যা দিবসে বার্মিংহাম আ’লীগ : দেশ বিরোধী চক্রান্ত প্রতিহত করতে মুজিব সেনাদের ঐক্যবদ্ধ হতে হবে
মো : আতিকুর রহমান, বার্মিংহাম : ঐতিহাসিক জেলহত্যা দিবস উপলক্ষে বার্মিংহামে গভীর শ্রদ্ধা ও ভালোবাসায় স্নরণ করা হয়েছে ইতিহাসের জগন্য ও নৃশংস হত্যাকান্ডের শিকার জাতীয় চার নেতাকে।
বার্মিংহাম আওয়ামিলীগের উদ্যোগে গত সোমবার কভেন্ট্রি রোডের স্থানীয় একটি হলে সংগঠনের সভাপতি কবীর উদ্দিন আহমদের সভাপতিত্বে ও যুগ্ন সাধারণ সম্পাদক নুরুল ইসলাম কিসলুর পরিচালনায় আয়োজিত জেল হত্যা দিবসের আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রবীন কমিউনিটি নেতা ইব্রাহীম আলী। বিশেষ অতিথি হিসেব উপস্তিত ছিলেন আলহাজ্ব বশির মিয়া কাদির ।
আলোচনা সভায় বক্তারা বলেন মুক্তিযুদ্ধ পরিচালনাকারী এই চার নেতা ছিলেন হাজার বছরের শ্রেষ্ট বাঙ্গালী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ট সহচর। তাদেরকে নৃশংসভাবে হত্যার মাধ্যমে বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার স্বপ্নকেও হত্যা করতে চেয়েছিলো দুস্কৃতিকারীরা। তবে তার সুযোগ্য কণ্যা জননেত্রী শেখ হাসিনার সঠিক নের্তৃত্বের কারনে দেশ আজ উন্নতির দিকে এগিয়ে যাচ্ছে। বক্তারা বিরোধী দলকে হরতাল-নৈরাজ্যের পথ পরিহার করে দেশ গঠনে এগিয়ে আসার আহবান জানান।
বক্তারা মুক্তিযুদ্ধ পরিচালনাকারী এই চার নেতাকে নৃশংসভাবে হত্যা করে দু:স্কৃতিকারীরা যে দেশ বিরোধী চক্রান্ত শুরু করেছিলো আজ স্বাধীনতার ৪২ বছর পরেও এই চক্র সক্রীয় রয়েছে বলে জানান। তাই বঙ্গবন্ধূর স্বপ্নের বাংলাদেশ বিনির্মানে এই চক্রকে প্রতিহত করতে সকল মুজিব সেনাদের ঐক্যবদ্ধ হতে হবে।
সভায় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন বিশিষ্ট্য কমিউনিটি নেতা কমরেড মশুদ আহমেদ, তাজুল ইসলাম, আসফর উদ্দিন দুলু, জয়নাল আবেদীন, এনামুল ইসলাম শামীম, সাইফুল ইসলাম বাসিক,নাসির আহমদ শ্যামল, আব্দুস শুকুর, হুমায়ূন কবীর চৌধুরী, সাইফুল ইসলাম সুহেলসহ আরো অনেকে ।