সৌদি আরবে অবৈধ অভিবাসীদের ধরতে সাঁড়াশি অভিযান
সৌদি আরবে অবৈধভাবে অবস্থানকারী বিদেশি শ্রমিকদের ধরতে সাঁড়াশি অভিযান শুরু হয়েছে। বিদেশিদের বৈধ হওয়া কিংবা দেশ ছাড়ার জন্য সরকার যে সময় বেঁধে দিয়েছিল, তা শেষ হওয়ার পরপরই সোমবার এ অভিযান শুরু করে সৌদি কর্তৃপক্ষ।
সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জেনারেল মানসুর আল তুর্কি গত রোববার রাতে জানান, অবৈধ বিদেশি ও তাঁদের আশ্রয়দাতাদের ধরতে পুলিশ টহল অব্যাহত রাখবে। তিনি বলেন, সরকারি আদেশ অমান্যকারী ব্যক্তিদের গ্রেপ্তার করে শাস্তির মুখোমুখি করা হবে এবং তাঁদের সৌদি আরব থেকে বের করে দেওয়া হবে।
গত ৩ এপ্রিল অবৈধ অভিবাসীদের ক্ষমার ঘোষণা দিয়ে তাঁদের দেশ ছাড়তে তিন মাস সময় বেঁধে দেয় সৌদি সরকার। পরে সেই সীমা আরও তিন মাস বাড়ানো হয়। ওই ক্ষমার আওতায় পাকিস্তান, ভারত, বাংলাদেশ, ফিলিপাইন, নেপাল ও ইয়েমেনসহ কয়েকটি দেশের প্রায় ১০ লাখ লোক সৌদি আরব ছাড়েন। তবে প্রায় ৪০ লাখ অভিবাসী আকামা (বৈধ অবস্থানের স্বীকৃতিপত্র) নেওয়ার মাধ্যমে তাঁদের বৈধ করেছেন।
জেদ্দাতে ৩ হাজার ৯১৮ জন অভিবাসী আটক : সোমবার পুলিশের অভিযানে জেদ্দাতে আটক হয়েছে ৩,৯১৮ জন অভিবাসী শ্রমিক। মদিনায় আটক হয়েছেন ৩০০ জন। তবে এরমধ্যে কতজন বাংলাদেশি রয়েছে সে তথ্য পাওয়া যায়নি।