প্রচণ্ড গরমে ব্রিটেনে মারা গেছে ৭৬০ জন
ব্রিটেনে ভয়াবহ দাবদাহে ৯ দিনে মারা গেছে ৭৬০ ব্যক্তি। দেশটির সরকারি হিসাবে এ তথ্য দেয়া হয়েছে এবং গত ৬ জুলাই থেকে ১৫ জুলাই পর্যন্ত এসব মৃত্যুর ঘটনা ঘটেছে।
তবে, দ্য টাইমসের পক্ষে লন্ডন স্কুল অব হাইজিন অ্যান্ড ট্রপিক্যাল মেডিসিনের গবেষণায় দেখা গেছে- এবারের দাবদাহে ৭৬০ জনের মধ্যে ৫৪০ জনের অকাল মৃত্যু হয়েছে।
ইংল্যান্ডের পাবলিক হেলথ অ্যান্ড হেলথ প্রটেকশন বিভাগের অধ্যাপক ভার্জিনিয়া মারে বলেন, মৃত্যু এবং অসুস্থতার ঝুঁকি সত্যিই আমাদের জন্য উদ্বেগের কারণ হয়ে দেখা দিয়েছে।
এক সপ্তাহের বেশি সময় পেরিয়ে গেলেও প্রচণ্ড দাবদাহ কমার কোনো লক্ষণ নেই বরং গবেষণা রিপোর্টের তথ্য অনুসারে- মৃত্যুর সংখ্যা দ্বিগুণ হতে পারে। আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে- আগামী সপ্তাহের শেষ পর্যন্ত দাবদাহ অব্যাহত থাকবে। ব্রিটেনে চলতি বছরের মধ্যে গতকালই তাপমাত্রা সবচেয়ে বেশি ছিল। ব্যারোমিটারে পারদ উঠেছিল ৩২.২ ডিগ্রি সেলিসিয়াসে।
ব্রিটেনের আবহাওয়া অধিদপ্তর থেকে লন্ডন ও দক্ষিণ-পূর্বাঞ্চলের জন্য সতর্কতা জারি করে বৃদ্ধ এবং শিশুদের প্রতি বিশেষ নজর রাখার জন্য স্বাস্থ্য সংস্থাগুলোকে বলা হয়েছে।