চট্টগ্রামে সংঘর্ষে সাংবাদিকসহ আহত ৪০
চট্টগ্রামে হরতালের দ্বিতীয় দিনে নগর বিএনপির মিছিলে ককটেল বিস্ফোরণ, মীরসরাই, রাঙ্গুনিয়ায় সংঘর্ষ, যানবাহনে আগুন দেয়ার ঘটনা ঘটেছে। এসব ঘটনায় দুই সাংবাদিক, ৯ পুলিশসহ কমপক্ষে ৪০ জন আহত হয়েছেন। নগরীর স্টেশন রোড এলাকা দিয়ে বিএনপির একটি মিছিল যাওয়ার সময় পার্শ্ববর্তী একটি ভবনের ওপর থেকে ককটেল ছুড়ে মারলে বেসরকারি দুটি টিভি চ্যানেলের দুই ক্যামেরাম্যান আহত হয়েছেন। আহতরা হলেন- চ্যানেল আইয়ের ক্যামেরাম্যান শামসুল আলম বাবু ও দেশ টিভির ক্যামেরাম্যান মো. হাসান উল্লাহ। এদিকে সকালে নগরীর ইপিজেট বে শপিং সেন্টারের সামনে র্যাবের গাড়ি লক্ষ্য করে একটি ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে। এঘটনায় কেউ হতাহত হয়নি। এদিকে মীরসরাইয়ের বারৈয়ারহাট এলাকায় বিএনপির মিছিলে পুলিশ হামলা চালালে পুলিশের গুলিতে ২৭ বিএনপি নেতাকর্মী আহত হয়েছে। এ ঘটনায় ৯ পুলিশ আহত হয়েছে বলে পুলিশের পক্ষ থেকে দাবি করা হয়েছে। আটক করা হয়েছে ১৪ জনকে। এছাড়া হরতালের দুপুরে সীতাকুন্ডের মাদামবিবির হাট এলাকায় আওয়ামী লীগ জামায়াতের পাল্টাপাল্টি মিছিল বের হলে ৩/৪টি ককটেল বিস্ফোরণ ঘটে। এতে কেউ হতাহত হয়নি।