রাজশাহীতে শিবির-ছাত্রদলের সাথে পুলিশের সংঘর্ষ, আহত ১০

১৮দলীয় জোটের ডাকা হরতালের দ্বিতীয় দিনে রাজশাহীতে ছাত্রদল-ছাত্রশিবিরের সাথে পুলিশের সংঘর্ষ হয়েছে। এতে ১০ জন আহত হয়েছেন। এ ঘটনায় তিন জনকে আটক করেছে পুলিশ। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, হরতালের সমর্থনে মঙ্গলবার সকাল ১০টার দিকে নগরীর খড়খড়ি বাইপাস সংলগ্ন এলাকায় ছাত্রদল-ছাত্রশিবির কর্মীরা টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ ও বিক্ষোভ করতে থাকে। খবর পেয়ে শাহ মখদুম ও বোয়ালিয়া মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের বাঁধা দিলে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। হরতাল সমর্থকরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে। এসময় পুলিশ রাবার বুলেট নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করে দেয়। এতে ১০ জন আহত হন। শাহ মখদুম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি হাফিজুর রহমান এ ঘটনার সত্যতা স্বীকার করে জানান, বড় ধরণের কোনো ঘটনা ঘটেনি। পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে। ঘটনাস্থল থেকে তিন হরতাল সমর্থককে আটক করেছে পুলিশ।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button