সিরীয় শরণার্থীদের সামাল দিতে নিঃস্ব হয়ে যাচ্ছে জর্দান
জর্দানের বাদশাহ দ্বিতীয় আবদুল্লাহ সিরিয়া থেকে আসা কয়েক লাখ শরণার্থীর চাপে জর্দানের অপ্রতুল প্রাকৃতিক সম্পদ নিঃশেষ হয়ে যাচ্ছে উল্লেখ করে এ সমস্যা মোকাবিলায় আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়ছেন। বাদশাহ আবদুল্লাহ পার্লামেন্টে এক ভাষণে বলেন, ‘জর্দান বর্তমানে প্রায় ৬ লাখ সিরীয় শরণার্থীকে আশ্রয় দিয়েছে। এতে আমাদের এরই মধ্যে সীমিত হয়ে পড়া সম্পদ নিঃশেষ হয়ে যাচ্ছে এবং আমাদের অবকাঠামোর ওপর বিরাট চাপ সৃষ্টি করছে।’
তিনি বলেন, ‘সিরীয় সংকটের বোঝা বহনে সাহায্য করতে আন্তর্জাতিক সম্প্রদায় দ্রুত এগিয়ে না এলে জর্দান আমাদের জনগণ ও দেশের স্বার্থ রক্ষায় পদক্ষেপ নিতে বাধ্য হবে।’ বাদশাহ বলেন, ‘সিরিয়া সংকটের শুরু থেকেই জর্দান সিরিয়ার ভৌগোলিক অখ-তা ও এ অঞ্চলের নিরাপত্তার সহায়ক হবে এমন একটি রাজনৈতিক সমাধানের প্রতি সমর্থনের নীতিতে অবিচল থেকেছে।’