কল্যাণময় সমাজ প্রতিষ্ঠার জন্য আলেমদের এগিয়ে আসতে হবে : মেয়র আরিফুল হক চৌধুরী
সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী বলেছেন, সুন্দর ও শান্তিময় সমাজ নিমার্ণে ইমামদের ভূমিকা গুরুত্ব পূর্ণ। কল্যাণময় সমাজ প্রতিষ্ঠার জন্য আলেমদের আরো এগিয়ে আসতে হবে। জাতীয় ইমাম সমিতি সিলেট মহানগর আয়োজিত সিলেট সিটি কর্পোরেশনের নব নির্বাচিত মেয়র হিসেবে আরিফুল হক চৌধুরীকে প্রদত্ত সংবর্ধনা জবাবে তিনি এ কথা বলেন। তিনি বলেন জনগন অনেক আশা নিয়ে আমাকে নির্বাচিত করেছে জনগনের প্রত্যাশা পূরণ করতে সচেষ্ট থাকব। মেয়র আরিফুল হক মাহনগর ইমাম সমিতির তহবিলে তার ব্যক্তিগত পক্ষ থেকে ৫০ হাজার টাকার অনুদান দেয়ার আশ্বাস প্রদান করেন। তিনি ইমাম সমিতির অফিস বাস্থবায়নে সর্বতক সহযোগিতার আশ্বস দেন। নগরীর কুমারপাড়ায় জাতীয় ইমাম সমিতি সিলেট মহানগরীর সভাপতি মাওলানা হাবীব আহমদ শিহাবের সভাপতিত্বে ও সেক্রেটারী সিরাজুল ইসলামের পরিচালনায় গতকাল মঙ্গলবার আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মদন মোহন বিশ্ববিদ্যালয় কলেজের সাবেক অধ্যক্ষ লে. কর্ণেল আতাউর রহমান পীর। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মাওলানা আব্দুল্লাহ আল মামুন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ইমাম সমিতি সিলেট জেলার সেক্রেটারী মাওলানা এহসান উদ্দিন। এসময় অন্যান্যের মধ্য বক্তব্য রাখেন ২০ নং ওয়ার্ড ইমাম সমিতির সভাপতি মাওলানা আব্দুর রহমান শাহজাহান, জেলার সহ সভাপতি মাওলানা আব্দুল মান্নান জালালাবাদী, বিশিষ্ট সমাজসেবী আলহাজ্ব আতাউর রহমান। সংবর্ধনা অনুষ্ঠানে অন্যান্যের মধ্য উপস্থিত ছিলেন, মাওলানা জামাল উদ্দিন, মাওলানা আকমল, হাফিজ জমির উদ্দিন, মাওলানা জরিফ উদ্দিন, মাওলানা সামছুল ইসলাম, মাওলানা বুরহান উদ্দিন, মাওলানা জালাল উদ্দিন ভূইয়া, হাফিজ এখলাছুর রহমান, মাওলানা মকসুউর রহমান, মাওলানা শুয়াইভ আহমদ, আব্দুস শহীদ প্রমুখ।