যুক্তরাষ্ট্রে নতুন মেয়র ও গভর্নর নির্বাচিত
যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক ও ভার্জিনিয়াতে মেয়র ও গভর্নর নির্বাচনে জয়ী হয়েছে ওবামার ডেমোক্রাট দল। আর নিউজার্সিতে জয়ী হয়েছে রিপাবলিকান প্রার্থী। ডেমোক্রাট প্রার্থী বিল দে ব্লাসিও পরপর তিনবার মেয়রের দায়িত্ব পালন করা মাইকেল ব্লুমবার্গের স্থলাভিষিক্ত হবেন।
ভার্জিনিয়াতে ডেমোক্রাট টেরি ম্যাকঅলিফে রিপাবলিকান প্রার্থী কেন চিউচিনেলিকে গভর্নর পদে খুবই অল্প ব্যবধানে পরাজিত করেছেন।
তবে রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী ক্রিস ক্রিস্টি পুনরায় নিউজার্সির গভর্নর নির্বাচিত হয়েছেন।
দেশটিতে আগামী বছরের কংগ্রেস নির্বাচনের আগে মঙ্গলবারের এ নির্বাচনের মাধ্যমে দু’দলই নিজেদের শক্তিমত্তা ও জনপ্রিয়তার পরখ করে নিল।
বিজয়ীর বক্তব্যে ব্লাসিও বলেন, যুক্তরাষ্ট্রের বড় শহরটি প্রগতিশীল পথই বেছে নিল। তিনি আয়ের অসাম্য দূর করাকেই প্রাধান্য দিবেন বলেও অঙ্গীকার করেন। ১৯৯৩ সালের পর নিউইয়র্কের প্রথম ডেমোক্রাট মেয়র হবেন তিনি।
ভার্জিনিয়ায় ডেমোক্রাট প্রার্থী ম্যাকঅলিফিকে জিততে অনেক ঘামই ঝড়াতে হয়েছে। তার প্রতিদ্বন্দ্বি চিউচিনেলি পেয়েছেন ৪৬ ভাগ ভোট আর ম্যাকঅলিফে পেয়েছেন ৪৭ ভাগ ভোট।
নিউজার্সিতে ভোটগ্রহণ শেষ হওয়ার পরপরই দেশটির সংবাদমাধ্যম রিপাবলিকান প্রার্থী ক্রিস্টিকে বিজয়ী ঘোষণা করে।
বিজয়ী হওয়ার পর ক্রিস্টি তার সমর্থকদের উদ্দেশ্যে বলেন, নিউজার্সিকে ধন্যবাদ আমাকে বিশ্বের সবচেয়ে সুখী মানুষে পরিণত করার জন্য।