ব্রিটেনে রুদ্ধদ্বার সভায় ট্যাবলেট নিষিদ্ধ
ব্রিটেনের গুরুত্বপূর্ণ সভাগুলোতে ট্যাবলেট ব্যবহার নিষিদ্ধকরণের তোড়জোড় চলছে। সংবাদমাধ্যম ভার্জে প্রকাশিত এক প্রতিবেদনে জানা গেছে, কিছুদিন আগেই মন্ত্রী-এমপিদের জন্য অ্যাপলের আইপ্যাড কেনা হয়েছিল। কিন্তু সরকার সেসব ট্যাবলেটের ব্যবহার নিষিদ্ধ করেছে বলে ব্রিটেনের একাধিক দৈনিকে প্রকাশিত হয়েছে।
ডেইলি মেইলে প্রকাশিত এক প্রতিবেদনে জানা গেছে, কর্তৃপক্ষ গত সপ্তাহের মন্ত্রিসভা চলাকালীন সদস্যদের কাছ থেকে আইপ্যাড কেড়ে নেয়।
টেলিগ্রাফে প্রকাশিত প্রতিবেদনে বলা হয় মন্ত্রীদের এখন মোবাইল ফোনটিকে সভা চলাকালীন শব্দরোধী বাক্সে রাখতে হয়।
নাম উল্লেখ না করে টেলিগ্রাফ আর ডেইলি মেইলে প্রকাশিত প্রতিবেদনে বলা হয় যে ব্রিটেন এখন চীন, রাশিয়া, ইরান এবং পাকিস্তানে আবিষ্কৃত নতুন ট্যাবলেট ফোনের প্রযুক্তি নিয়ে চিন্তিত।