লন্ডনে সাংবাদিকদের সাথে মতবিনিময় অনুষ্ঠানে শিক্ষাবিদ মনির হোসাইন : জাতির জনকের স্বপ্ন পুরনে জননেত্রী শেখ হাসিনার সাথে কাজ করতে চাই
জাতির জনক বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার ভিশন-২০২১ বাস্তবায়নে আগামী জাতীয় সংসদ নির্বাচনে সিলেট -৩ (দক্ষিন সুরমা-ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জ একাংশ) আসনে প্রার্থী হতে চান বিশিষ্ট শিক্ষাবিদ ও আইনজীবী মোহাম্মদ মনির হোসাইন। সিলেট ল কলেজ ও মদনমোহন বিশ্ববিদ্যালয় কলেজের সাবেক নির্বাচিত ভিপি, একসময়ের তুখুড় ছাত্র নেতা মোহাম্মদ মনির হোসাইন বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশকে একটি সুখী সমৃদ্ধশালী দেশ গড়ার স্বপ্ন দেখেছেন। তারই সুযোগ্য কন্যা বাঙ্গালী জাতির অহংকার জননেত্রী শেখ হাসিনা জাতির জনক বঙ্গবন্ধুর স্বপ্ন এবং আদর্শ বাস্তবায়নে উন্নয়ন, অগ্রগতি এবং ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে যে কাজ করে যাচ্ছেন, আমি সেই কাজে অংশীদার হতে চাই। তাই দেশ-বিদেশে পড়ালেখা, পেশাগত দায়িত্ব পালন এবং রাজনীতিতে যে অভিজ্ঞতা সঞ্চয় করেছি সেগুলো কাজে লাগাতে আমার এলাকার মাটি ও মানুষের জন্য কাজ করতে চাই। আমার দৃঢ় বিশ্বাস জননেত্রী শেখ হাসিনা প্রবাসীদের স্বপ্ন এবং প্রত্যাশা পূরনে যেভাবে আন্তরিকতার সাথে কাজ করছেন আমাকেও প্রবাসী ও আমার এলাকার সুবিধা বঞ্চিত মানুষের স্বপ্ন বাস্তবায়ন ও কল্যানে কাজ করার সুযোগ প্রদান করবেন। মনির হোসাইন গত মঙ্গলবার পূর্ব লন্ডনের স্থানীয় একটি রেস্টুরেন্টে বৃটেনে কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে উপরোক্ত কথাগুলো বলেন। বিশিষ্ট সমাজসেবী, টাওয়ার হ্যামলেটসের কাউন্সিলার মোহাম্মদ খালেস উদ্দিনের পরিচালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, দক্ষিণ সুরমা সমাজকল্যান সমিতির সভাপতি হুসাইন আহমদ, সদর এসোসিয়েশনের সাবেক সাধারন সম্পাদক নজমুল হুসাইন। মো: মনির হোসাইন বলেন, পৃথিবীর যে দেশেই রাজনীতিতে প্রবাসীদের সম্পৃক্ততা রয়েছে সে দেশ উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে। তিনি চীন, জাপান, ইন্ডিয়াসহ বিভিন্ন দেশের উদাহরন দিয়ে বলেন, ঐদেশ গুলির রাজনীতিতে প্রবাসীরা প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে জড়িত। বাংলাদেশের রাজীতিতে আওয়ামীলীগ সভানেত্রী বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রবাসীদের বিভিন্নভাবে সম্পৃক্ত করেছেন। আমি বিশ্বাস করি আমার নেত্রী আগামী সংসদ নির্বাচনে রাজনীতির মাঠের একজন কর্মী হিসেবে আমাকে মূল্যায়ন করবেন। আমি দীর্ঘদিন বৃটেনে পড়াশুনা, আইনীপেশা, সমাজ সেবামূলক কর্মকান্ড এবং বৃটেনের মূলধারা শ্রমিক সংগঠনের সাথে কাজ করে যে অভিজ্ঞতা অর্জন করেছি সেগুলো আমার প্রিয় নেতা বাঙ্গালী জাতির অহংকার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলাদেশ গড়ার জন্য কাজে লাগাতে পারবো। মো: মনির হোসাইন বলেন, আমি গত প্রায় তিন বছর থেকে আমার নির্বাচনী এলাকা দক্ষিণ সুরমার প্রতিটি এলাকার মানুষেরে কাছে গিয়েছি। প্রত্যেকটি মানুষের মধ্যে আমি একটি স্বপ্ন দেখেছি, তারা এ অঞ্চলের মানুষের কথা বলার জন্য রাজনীতির ময়দানের একজন কর্মীকে জাতীয সংসদের প্রতিনধিত্ব হিসেবে দেখতে চান। আমেিক যদি এখানে মনোনয়ন দেয়া হয় তবে দলের নেতা কর্মীদের মধ্যে ঐক্য প্রতিষ্ঠিত হবে। এবং দল-মত নির্বিশেষে জনগণ সমর্থন করবে।
আমি সিলেট তথা দেশের ঐতিহ্যবাহী দুটি শিক্ষাপ্রতিষ্ঠানের নির্বাচিত ভিপি হিসেবে স্বাধীনতা পরবর্তী সময়ে এ অঞ্চলের শিক্ষার্থীদের সমস্যা সমাধানের পাশাপাশি সামাজিক কর্মকান্ডের সাথেও কাজ করেছি। পরবর্তিতে উচ্চচ শিক্ষার জন্য প্রবাসে চলে আসলেও রাজনীতি এবং সামাজিক কর্মকান্ড থেকে বিচ্চচুত হইনি। বরং সিলেট অঞ্চলের শিক্ষা সামাজিক এবং অবকাঠামোগত উন্নয়নের জন্য প্রবাসের বড় বড় স্বেচ্চচাসেবী সংগঠনের সাথে থেকে কাজ করেছি। এখানে কাজ করতে গিয়ে আমি যেটুকু অভিজ্ঞতা অর্জন করেছি সেটা হলো সূদর প্রবাসে থেকেও বাংলাদেশের মানুষ চায় দেশের মাটি এবং মানুষের উন্নয়ন। আর এ জন্য তাদের মনের একান্ত চাওয়াটুকু পুরন করতে পারবে যারা তাদের সাথে প্রবাসে কাজ করে তাদের মনের চিন্তা এবং চেতনার সাথে একিভূত হয়েছেন। দক্ষিণ সুরমা উপজেলার লালা বাজার ইউনিয়নের নাজির বাজার (ঝাঝর) গ্রামের বাসিন্দা মো: মনির হোসাইন ১৯৭৭ সালে সিলেটের ঐতিহ্যবাহী মদন মোহন কলেজ এবং ১৯৮১ সালে সিলেট ল কলেজের নির্বাচিত ভিপির দায়িত্ব পালন করেন। ১৯৮৪ সালে সিলেট জেলা বারে যোগদান করে ১৯৮৫ সালে আইন বিষয়ে উচ্চচ শিক্ষা গ্রহণের জন্য যুক্তরাজ্যে চলে আসেন। আইন বিষয়ে উচ্চ শিক্ষা অর্জনের পর লন্ডনের বিখ্যাত ইউনিভার্সিটি অব গ্রীনউইচ থেকে শিক্ষতার উপর উচ্চতর ডিগ্রি নিয়ে কোয়ালিফাইড টিচার ও আইটি কো-অর্ডিনেটর হিসেবে দীর্ঘ প্রায় দুই দশক এ মহান পেশায় নিজেকে নিয়োজিত রাখেন।
শিক্ষকতার পাশাপাশি তিনি পুনরায় লন্ডন ইউনিভার্সিটির অধিনে বিখ্যাত বার্কবেক কলেজ থেকে এলএলবি এবং লন্ডন মেট্রপলিটন ইউনিভার্সিটি থেকে এলপিসি সমাপ্ত করে ২০০৯ সাল থেকে বৃটেনের বিভিন্ন খ্রাতনামা সলিসিটর ফার্মে কাজ করে যাচ্ছেন।
প্রায় দুই যুগেরও বেশি সময় শিক্ষকতার পাশাপাশি বিভিন্ন সামাজিক ও সেচ্চচাসেবি সংগঠনের মুল নেতৃত্বে কাজ করে মনির হোসাইন বৃটেনের মূলধারার রাজনীতিবিদসহ সেচ্চাসেবি সংগঠনের নেতৃস্থানীয়দের ঘনিষ্ঠজন হিসেবে কাজ করেছেন। ২০০৭ সালে তার প্রচেষ্ঠায় বৃটিশ বাংলাদেশীদের নিয়ে গড়ে উঠা ‘‘ভয়েস ফর বাংলাদেশী’’ খ্যাত সংগঠন ‘‘ডেভোলাপমেন্ট কাউন্সিল ফর বাংলাদেশীজ ইন ইউকে’’র প্রতিষ্ঠাতার চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন। এছাড়াও তিনি যুক্তরাজ্য আওয়ামীলীগের আইনবিষয়ক সম্পাদক, গ্রেটার সিলেট কাউন্সিলের কেন্দ্রীয় সেক্রেটারী, বাংলাদেশ টিচার্স এসোসিয়েশন ইউকের প্রেসিডেন্টসহ বিভিন্ন সামাজিক ও সেবামূলক সংগঠনের দায়িত্ব পালন করেছেন।