শেখ হাসিনার পদত্যাগে সঙ্কটের সমাধান হবে : কাদের সিদ্দিকী

Kader Siddikiপ্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করলেই দেশের বিরাজমান রাজনৈতিক সঙ্কট সমাধান হবে বলে মন্তব্য করেছেন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দীকী। তিনি বলেন, প্রধানমন্ত্রী পদত্যাগ করলেই দেশের বারো আনা মানুষের মুখে অনাবিল হাসি ফুটবে। নিজে হরতাল পছন্দ না করলেও বিরোধী দলের হরতালের জন্য সরকারকে দায়ী করেন তিনি।
বুধবার দুপুরে ১৮ দলের ডাকা টানা তিন দিনের হরতালের শেষ দিনে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দলটির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে একটি অনুষ্ঠানে আমন্ত্রণ জানাতে এসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে কাদের সিদ্দিকী এসব কথা বলেন। উল্লেখ্য, আগামী ১৫ নভেম্বর টাঙ্গাইলের সফিপুরে ১৯৯৯ সালে ভোট কারচুপির অভিযোগে ‘ভোট ডাকাতি দিবস ও নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে’ কৃষক শ্রমিক জনতা লীগ সমাবেশ করবে। সে অনুষ্ঠানে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আমন্ত্রণ জানান বঙ্গবীর। একইসাথে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকেও এই অনুষ্ঠানের দাওয়াত দেয়া হয়েছে বলে জানান তিনি। কাদের সিদ্দিকী সাংবাদিকদের বলেন, আগে হরতাল প্রত্যাহার করার জন্য বিএনপির কার্যালয়ে এলেও এবার হরতাল প্রত্যাহার বা সমর্থন জানানোর জন্য আসিনি। এখানে এসে শুনলাম কাউকে কার্যালয়ে ঢুকতে দেয়া হচ্ছে না। এটা কোনো গণতান্ত্রিক পরিবেশ হতে পারে না। বিরোধী দল হরতাল দিলেও এখন মনে হয় সরকারই এর জন্য দায়ী। বিশ্বাসযোগ্য নির্বাচন ছাড়া সঙ্কট সমাধান সম্ভব নয়-দাবি করে তিনি বলেন, প্রধানমন্ত্রী পদত্যাগের ঘোষণা দিলেও দেশের মানুষের মুখে অনাবিল হাসি ফুটবে।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button