দেশের বিভিন্ন স্থানে মৃদু ভূমিকম্প
ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে মৃদু ভূ-কম্পন অনুভূত হয়েছে। বুধবার সকাল সোয়া ১০টা ১৬ মিনিটে এ ভূ-কম্পন অনুভূত হয়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল পাঁচ দশমিক ছয়। তবে আমেরিকা ভূতাত্ত্বিক জরিপ দফতর ইউএসজিএসের তথ্য অনুযায়ী, এ ভূমিকম্পের মাত্রা ছিল পাঁচ দশমিক চার। এর উৎপত্তি ঢাকা থেকে ৩৮৯ কিলোমিটার উত্তর পূর্বে আসামের মেঘালয় এলাকা থেকে। রংপুর আবহাওয়া অফিস রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা পাঁচ দশমিক ছয় বলে জানিয়েছে। রংপুর সংবাদদাতা জানান, সকাল ১০টা ১৬মিনিট থেকে ১০ সেকেন্ড স্থায়ী এ ভূকম্পন অনূভূত হয়। এতে সব কিছু দুলে উঠে। মানুষজন আতঙ্কিত হয়ে উঠে। তবে কোন য়তির খবর পাওয়া যায় নি। বিশেষ করে রংপুর, লালমনিরহাট, নীলফামারী, কুড়িগ্রামসহ উত্তরের জেলাগুলোর সীমান্ত এলাকার মানুষজন আতঙ্কিত হন। এদিকে সিলেটে ভূ-কম্পনের মাত্রা বেশি অনুভূত হলেও সেখানকার আবহাওয়া দফতর জানায়, তাদের মাপনযন্ত্রটি অকেজো থাকায় তাৎক্ষণিকভাবে সুনিদিষ্ট কোনো তথ্য দেয়া যাচ্ছে না।