বিশ্বে বিলিয়নিয়ারের সংখ্যা ২,১৭০
বিশ্বে বিলিয়নিয়ারের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে দুই হাজার ১৭০ জনে। ২০১৩ সালে নতুন ১৮ জন বিলিয়নিয়ার হয়েছেন। ওয়েলথ-এক্স এবং ইউবিএস বিলিয়নিয়ার শুমারি ২০১৩-এ একথা প্রকাশ করা হয়েছে। শুমারি অনুযায়ী, বিশ্বে এবং এশিয়ায় বিলিয়নিয়ার রেকর্ড সংখ্যায় বেড়েছে। সবচেয়ে বেশি বিলিয়নিয়ার রয়েছে ইউরোপে (৭৬৬ জন)। শুমারিতে বলা হয়েছে, বিলিয়নিয়ারদের গড় সম্পদের পরিমাণ ৩ বিলিয়ন ডলার। আর তাদের মোট সম্পদের পরিমাণ ৬.৫ ট্রিলিয়ন ডলার। ২০০৯ সালে এই পরিমাণ ছিল ৩.১ ট্রিলিয়ন ডলার। মজার ব্যাপার হলো, ২০০৯ সালের বৈশ্বিক অর্থ সঙ্কটের পর বিলিয়নিয়ারের সংখ্যা বেড়েছে ৮১০। শুমারিতে বলা হয়, বিলিয়নিয়ারদের প্রায় ৬০ শতাংশই নিজেরাই এই অর্থ উপার্জন করেছেন। মাত্র ৪০ শতাংশ উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পদে কিছু যোগ করে বিলিয়নিয়ার হয়েছেন। আর নারীদের মাত্র ১৭ শতাংশ নিজ যোগ্যতায় বিলিয়নিয়ার হয়েছেন। তাদের ৭১ শতাংশই উত্তরাধিকার সূত্রে ওই সম্পদ পেয়েছেন।