বিষ প্রয়োগে আরাফাতকে হত্যা
সুইস বিজ্ঞানীরা মরহুম ফিলিস্তিনি নেতা ইয়াসির আরাফাতের হাড়ে স্বাভাবিকের তুলনায় ১৮ গুণ বেশি উচ্চমাত্রার তেজস্ক্রিয় বিষ পলোনিয়াম শনাক্ত করেছেন। তার হাড়, তলপেট ও শরীরের সঙ্গে মিশে যাওয়া মাটি থেকে বিষাক্ত পলোনিয়াম শনাক্ত করেন সুইজারল্যান্ডের ইউনিভার্সিটি সেন্টার অব লিগ্যাল মেডিসিন ইন লাওসেনের গবেষকরা। পলোনিয়াম একটি উচ্চ তেজস্ক্রিয় পদার্থ।
২০০৪ সালে সরকারি নথিতে আরাফাতের মৃত্যু স্ট্রোকজনিত কারণ হিসেবে উল্লেখ করা হয়েছিল। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার ১০৮ পৃষ্ঠার সুইস ফরেনসিক বিভাগের মেডিক্যাল রিপোর্ট ফিলিস্তিন কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়। বুধবার এ রিপোর্ট প্রকাশিত হয়। রিপোর্টে বলা হয়েছে, আরাফাতের শরীরের হাড়ে মাত্রাতিরিক্ত বিষাক্ত পলোনিয়াম পাওয়া গেছে। গবেষকরা ৮৩ ভাগ নিশ্চিত হয়েছেন যে, আরাফাতকে পলোনিয়াম বিষ প্রয়োগ করেই হত্যা করা হয়।
এদিকে প্যারিসে অবস্থানরত আরাফাতের স্ত্রী সুহা বলেছেন, সুইস বিজ্ঞানীদের এ রিপোর্টে এটি বৈজ্ঞানিকভাবে প্রমাণিত হয় যে, তার স্বামী আরাফাতকে বিষ প্রয়োগ করে হত্যা করা হয়েছিল। এটি একটি রাজনৈতিক হত্যাকাণ্ড।