নির্বাচনকালীন মন্ত্রীপরিষদের প্রধান থাকবেন হাসিনা : সুরঞ্জিত
আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য ও দফতরবিহীন মন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্ত বলেছেন, নির্বাচনকালীন সর্বদলীয় সরকারে বিএনপি অংশগ্রহণ করলে খালেদা জিয়া পছন্দমত মন্ত্রণালয়ের দায়িত্ব নিতে পারবেন। কিন্তু রাষ্ট্রের প্রধান হিসেবে মন্ত্রীপরিষদের প্রধান থাবেন শেখ হাসিনা। এছাড়া সংবিধান অনুযায়ী আগামী জাতীয় সংসদ নির্বাচনের জন্য যে মন্ত্রীপরিষদ গঠন করা হবে তাতে বিরোধী দলের প্রতিনিধিদেরকে তালিকা পাঠানোর আহ্বান জানান তিনি।
বৃহস্পতিবার দুপুর ঢাকায় জাতীয় প্রেসকাবে বঙ্গবন্ধু অ্যাকাডেমি কর্তৃক আয়োজিত ‘সর্বদলীয় মন্ত্রীপরিষদ গঠন আগামী সংসদ নির্বাচন এবং দেশবাসীর প্রত্যাশা’ শীর্ষক এক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদানকালে তিনি একথা বলেছেন। রাজনৈতক দলগুলোর মধ্যে সংলাপ প্রসঙ্গে সমঝোতার সময় এখনও ফুরিয়ে যায়নি মন্তব্য করে তিনি বলেন, দেশে সৃষ্ট রাজনৈতিক অস্থিরতার সমাধান দুই দলের আলোচনার মধ্যেই নিহিত। এক্ষেত্রে সরকার বিরোধী দলের সাথে আলোচনায় বসতে সবসময়েই প্রস্তুত, তাই তাদের উচিত অহমিকা প্রদর্শনের পরিবর্তে শর্তহীনভাবে আলোচনার উদ্যোগ নেয়া।