নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধিনে নির্বাচনের দাবীতে যুক্তরাজ্য বিএনপির সভা

UK BNPবিরোধী দলীয় নেত্রী বেগম খালেদা জিয়ার উপদেষ্টা, ঢাকা প্রেসক্লাবের সাবেক সভাপতি শওকত মাহমুদ বলেছেন, সরকার সর্বদলীয় সরকারের আদলে বাকশাল কায়েম করার লক্ষ্যে যেনতেন নির্বাচনের মাধ্যমে আবারো ক্ষমতায় আসতে চায়। কিন্তু বাংলাদেশের জনগন তাদের সেই আশাপূর্ণ হতে দেবে না। তিনি বলেন, শেখ হাসিনাকে প্রধান রেখে বাংলাদেশে কোন নির্বাচন করতে দেয়া হবে না। এই নির্বাচন জনগন প্রতিহত করবে। তিনি গত ২ নভেম্বর শনিবার অবাধ সুষ্ঠু নির্বাচনের জন্য নির্দলীয় তত্ত্ববধায়ক সরকারের অধিনে নির্বাচন অনুষ্ঠানের দাবীতে জাতীয়তাবাদী দল যুক্তরাজ্যের উদ্যোগে প্রতিবাদ সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথাগুলি বলেন।
পূর্ব লন্ডনের দলের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন যুক্তরাজ্য বিএনপির সভাপতি সাইস্তা চৌধুরী কুদ্দুছ। সাধারণ সম্পাদক কয়ছর এম আহমদের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন সিনিয়র সহ সভাপতি আব্দুল হামিদ চৌধুরী, সহ সভাপতি আবুল কালাম আজাদ, মঞ্জুরুস সামাদ চৌধুরী মামুন, তাজুল ইসলাম, যুগ্ম সম্পাদক শহিদুল ইসলাম মামুন, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক এমদাদ হোসেন টিপু, যুগ্ম আহবায়ক মিছবাউজ্জামান সোহেল, সদস্য সচিব আবুল হোসেন, যুক্তরাজ্য বিএনপি নেতা এস এম লিটন, মাওলানা শামীম আহমদ, যুক্তরাজ্য যুবদলের সাধারন সম্পাদক আব্দুল বাছিত বাদশা, সিনিয়র সহ সভাপতি মঞ্জুর আশরাফ খাঁন, সহ সভাপতি টিপু আহমদ, যুগ্ম সম্পাদক আফজাল হোসেন, দেওয়ান আব্দুল বাছিত, জিয়াউল ইসলাম জিয়া, এজে লিমন, শামীম তালুকদার, আসাব আলী, সাইদ আহমদ, কবির আহমদ, সুমন তালুকদার, নুরুল আলী, লোবেক আহমদ, শহীদ আহমদ, তরুন দলের তোফায়েল আহমদ আলম রাজীব আহমদ, আমিরুল ইসলাম প্রমুখ।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button