সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে আনোয়ারুজ্জামন চৌধুরীকে সংবর্ধনা
যুক্তরাজ্য আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ারুজ্জামান চৌধুরী বলেছেন, হামলা ও হুমকি-ধমকি দিয়ে বঙ্গবন্ধুর সৈনিকদের দমানো যাবে না। তারা কোনো অন্যায়ের কাছে মাথা নত করবে না। হরতালের নামে জ্বালাও পোড়াও করে যুদ্ধাপরাধীদের রক্ষা করা যাবে না। আনোয়ারুজ্জামানের স্বদেশে আগমন উপলক্ষে গতকাল বৃহস্পতিবার সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে আয়োজিত এক সংবর্ধনায় তিনি একথা বলেন। তিনি আরো বলেন ৭১ এর পরাজিত শক্তি বিএনপি-জামায়াত পরিকল্পিতভাবে হরতাল ডেকে দেশবাসীকে হয়রানি করছে। দেশবাসী এ হরতাল প্রতিহত করেছে। হরতাল নৈরাজ্য সৃষ্টি করে যুদ্ধাপরাধীদের রক্ষা করা যাবে না। নতুন প্রজন্মকে ষড়যন্ত্রকারীদের রুখে দিয়ে জাতির জনকের স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে এগিয়ে আসার আহ্বান জানান।
সংবর্ধনা কালে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন সিলেট জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক নাসির উদ্দিন খান, সিলেট মহানগর আওয়ামীলীগের শিক্ষা বিষয়ক সম্পাদক কাউন্সিলর আজাদুর রহমান আজাদ, জেলা আওয়ামীলিগের যুব ও ক্রিড়া সম্পাদক এডভোকেট রঞ্জিত সরকার, যুক্তরাজ্যের আওয়ামীলীগের ত্রাণ বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান হাবিব, সিলেট জেলা যুবলীগের সভাপতি শামিম আহমদ, সাধারণ সম্পাদক খন্দকার মহসিন কামরান, মহানগর যুবলীগের সভাপতি সুদীপ দে, বিশ্বনাথ উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সইফুল ইসলাম, বুরঙ্গা ইউপি চেয়ারম্যান মখদ্দুস আলী, মহানগর আওয়ামীলীগের সাংগঠানিক সম্পাদক এম এ হান্নান, জেলা যুবলীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক আব্দুল মতিন, যুক্তরাজ্যের যুবলীগ নেতা আব্দুর রকিব, সাবেক ছাত্রলীগনেতা মোঃ মবশ্শির আলী, জাহাঙ্গির আলম , মোঃ আলমগীর, দেবাংশু দাশ মিটু, সেলিম চৌধুরী, হিরন মাহমুদ নিপু, উসমানী নগর থানা যুবলীগের সভাপতি আনা মিয়া, মহানগর ছাত্রলীগের সহ সভাপতি সুজেল তালুকদার, জেলা ছাত্রলীগের সহ সভাপতি এমদাদ হোসেন, জেলা ছাত্রলীগের যুগ্ম সম্পাদক শাহিন আহমদ, আইন সম্পাদক বিপ্লব দে, জেলা যুগ্ম সম্পাদক সামাদ হোসেন প্রমুখ।