মিসরজুড়ে বিক্ষোভ, নিহত ৩
মিসরজুড়ে শুক্রবার মুরসি সমর্থকরা বিক্ষোভের ডাক দেয়। এতে মুরসি সমর্থক ও বিরোধীদের মধ্যে সংঘর্ষ বেধে যায়। সংঘর্ষে মানসুরার নিল ডেলটা শহরে ৩জন নিহত ও রাজধানী কায়রোতে বেশ কয়েকজন মারাত্মক আহত হয়। ধারণা করা হচ্ছে হাজার হাজারা মানুষ এতে অংশ নেয়। মুসলিম ব্রাদারহুডের ‘জাস্টিস এন্ড ফ্রিডম পার্টির’ একজন মুখপাত্র বলেন, বিক্ষোভে মুরসির সমর্থক ছাড়াও সাধরাণ নাগরিকরা অংশ নেয়।
এদিকে দেশটির সেনাপ্রধান জেনারেল আবদেল ফাত্তাহ সিসি বিক্ষোভকারীদের লক্ষ করে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেন ও কোন ধরণের সহিংসতা সহ্য করা হবেনা বলেও ঘোষণা দেন।
এর আগে গত ৩জুলাই দেশটির সেনাপ্রধান জেনারেল আবদেল ফাত্তাহ সিসি এক সেনা অভ্যুত্থানের মাধ্যমে প্রেসিডেন্ট মো. মুরসিকে ক্ষমতাচ্যুত করেন। এরপর থেকে মুরসি সমর্থকরা দেশজুড়ে বিক্ষোভ চালিয়ে যাচ্ছে। এতে প্রায় একশ’ লোক নিহত ও হাজার হাজার আহত হয়।