মতিঝিলে আওয়ামী লীগ নেতা ছুরিকাঘাতে খুন
রাজধানীর মতিঝিলে ক্ষমতাসীন আওয়ামী লীগের এক নেতাকে ছুরিকাঘাতে হত্যা করেছে অজ্ঞাত পরিচয় দুর্বৃত্তরা। প্রত্যক্ষদর্শীরা জানায়, বৃহষ্পতিবার সন্ধ্যা সোয়া ৬টার দিকে খায়রুল মোল্লা মতিঝিলের ব্যস্ত এলাকায় একটি ভবন থেকে বেরিয়ে এলে হামলার শিকার হন। চার থেকে পাঁচজন আক্রমণকারী সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে দিতে ফাঁকা গুলি বর্ষণ এবং খায়রুলের ওপর নির্বিচারে ছুরিকাঘাত করে। নিহত খায়রুল মোল্লা (৪৫) ডেমরা থানা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন। সায়েদাবাদ পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদকও ছিলেন তিনি। হত্যাকাণ্ডের কারণ জানা যায়নি। ঢাকা মহানগর পুলিশের মতিঝিল বিভাগের উপকমিশনার মো. আশরাফুজ্জামান সন্ধ্যায় সংবাদমাধ্যমকে বলেন, ‘আমরা ঘটনাস্থলে যাচ্ছি। কিভাবে ঘটনাটি ঘটেছে, তা খতিয়ে দেখা হবে।’ ঢাকা মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির পরিদর্শক মোজাম্মেল হক জানান, কয়েকজন যুবক সন্ধ্যা পৌনে ৭টার দিকে খায়রুলকে হাসপাতালে নিয়ে আসে। কর্তব্যরত চিকিৎসক খায়রুলকে দেখে বলেন, তিনি মারা গেছেন। ওই যুবকরা পুলিশকে জানিয়েছে, সমবায় ব্যাংকের দ্বিতীয় তলায় খায়রুলসহ কয়েকজন বৈঠক করছিলেন। তখন খায়রুলের ওপর হামলা হয়।