কওমি মাদ্রাসা রক্ষায় এগিয়ে আসুন : আল্লামা শফী

Shofiহেফাজতে ইসলাম বাংলাদেশের আমীর ও চট্টগ্রাম দারুল উলুম মঈনুল ইসলাম হাটহাজারী মাদ্রাসার পরিচালক আল্লামা শাহ আহমদ শফী কওমি মাদ্রাসা রক্ষায় সকলকে ঐক্যবদ্ধ ও এগিয়ে আসার হওয়ার আহ্ববান জানিয়ে বলেছেন, “সরকারের ঘাড়ে চেপে বসা ইসলাম বিদ্বেষী একটি চক্রের প্ররোচণায় মাদ্রাসাগুলো কব্জা করার অশুভ পথে পা বাড়াতে উদ্যত হয়েছে। এক দিকে সরকার কওমি মাদ্রাসার দরদি সেজে নিজেদের মত করে কওমি সনদের স্বীকৃতির প্রলোভন দেখাচ্ছে, অন্যদিকে দেশের সব কওমি মাদ্রাসা আলেম সমাজকে নিয়ে দিনের পর দিন কুরুচিপূর্ণ মন্তব্য করে যাচ্ছে।”
আল্লামা শফী বলেন, “সরকার যদি কওমি মাদ্রাসার কর্তৃপক্ষ আইন-২০১৩ পাস করা থেকে সরে না আসে তাহলে দেশের আলেম সমাজ ও মাদ্রাসার ছাত্র শিক্ষকরা সর্বস্তরের মুসলমানদেরকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধভাবে সরকারের এই অশুভ পদক্ষেপের বিরুদ্ধে রুখে দাঁড়াবে।”
আল্লামা শফী বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রামের ফটিকছড়ি জামিয়া ইসলামিয়া নানুপুর ওবাইদিয়া মাদ্রাসার দাওরায়ে হাদিসের শিক্ষার্থীদের বোখারি শরীফের দরছ প্রদান ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
আল্লামা আহমদ শফী দেশে বর্তমান সংঘাতময় নাজুক পরিস্থিতি বিরাজ করছে উল্লেখ করে বলেন, “নাস্তিক, মুরতাদরা যেভাবে ইসলামের অস্তিত্ব বিপন্ন করার জন্য আস্ফালন শুরু করেছিল মহান আল্লাহ ও তার রাসুল (স.) এর শানে অত্যন্ত বেয়াদবিপূর্ণ কটূক্তি করে যাচ্ছিল, তেমন পরিস্থিতিতে নবীর উত্তরসূরি হিসেবে ওলামায়ে কেরাম নিরব থাকলে আমাদের এই পবিত্র মাতৃভূমিকে আল্লাহর আজাব-গজব ও দুর্যোগ থেকে রক্ষা করার কোনো উপায় থাকবে না।”
মাদ্রাসার প্রধান পরিচালক ও হেফাজতে ইসলাম বাংলাদেশ চট্টগ্রাম উত্তর জেলার সভাপতি আল্লামা সালাউদ্দিন নানুপুরীর সভাপতিত্বে দোয়া মাহফিলে বক্তব্য রাখেন আল্লামা শেখ আহমদ, আল্লামা মঈনউদ্দীন, মৌলানা রফিক, লোকমান কাসেমী, মুফতি নুরুল ইসলাম, মৌলানা এমদাদ ও মো. শফী প্রমুখ।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button