অবৈধ অভিবাসী উচ্ছেদের প্রভাব সৌদী বাজার ও খামারে
সৌদি আরবের শ্রম মন্ত্রণালয় কর্তৃক অবৈধ অভিবাসী উচ্ছেদের জন্য অব্যাহত অভিযান পরিচালনার কারণে বাণিজ্য কেন্দ্র এবং খামার এলাকাগুলোতে ব্যবসা কার্যক্রম ব্যাপকভাবে ক্ষতির মুখে পড়ছে। দোকান কর্মচারী এবং পণ্য সরবরাহকারীর সংকট দেখা দিয়েছে।
গত বুধবার জেদ্দার কেন্দ্রীয় সবজি বাজারে ব্যাপক অভিযান চালায় শ্রম মন্ত্রণালয়ের পরিদর্শকরা। তারা সেখান থেকে কয়েক ডজন অবৈধ অভিবাসীকে আটক করে। এ বাজার থেকেই বিভিন্ন শহরে তাজা শাক-সবজি সরবরাহ করা হয়ে থাকে। আটককৃতদের বেশির ভাগই ইয়েমেন এবং পাকিস্তানী নাগরিক। তিন ঘণ্টা ধরে চালানো অভিযানে কয়েকশ’ অভিবাসীর বৈধতা পরীক্ষা করা হয়।
ইয়েমেনের একজন সবজি কর্মী আরব নিউজকে বলেন, পরিদর্শকরা আমাকে আটক করলে আমি আমার বৈধ আকামা প্রদর্শন করলে বিনা ঝামেলায় আমাকে ছেড়ে দেয়। তবে এ অভিযান আঞ্চলিক বাজারগুলোতে ব্যাপক প্রভাব পড়েছে। কোন কোন এলাকার উৎপাদন খরচ ১০০ শতাংশ বৃদ্ধি পেয়েছে।