ইসরাইলের সাথে সম্পর্ক ছিন্ন করার আহ্বান জানাবে ওআইসি
ওআইসি আসন্ন পররাষ্ট্রমন্ত্রী পরিষদের (সিএফএম) বৈঠকে সদস্য দেশগুলোর প্রতি যে সব দেশ ইসরাইলের জেরুসালেম কুক্ষিগত করার স্বীকৃতি দিয়েছে অথবা ঐতিহাসিক নগরীতে তাদের দূতাবাস স্থানান্তর করেছে তাদের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার আহ্বান জানাবে। গত মঙ্গলবার ওআইসিতে ঊর্ধ্বতন কর্মকর্তাদের মধ্যেকার বৈঠকে যে সব প্রস্তাব গৃহীত হয় সেগুলোর মধ্যে এই প্রস্তাব নিয়েও আগামী ৯ থেকে ১১ ডিসেম্বর গিনির কোনাক্রিতে অনুষ্ঠিতব্য ওআইসি পররাষ্ট্রমন্ত্রীদের পরিষদের ৪০তম অধিবেশনে আলোচনা করা হবে। ওআইসি মহাসচিব একমেলোদ্দিন ইহসানুগলো বলেন, মন্ত্রিপরিষদের সম্মেলনের পাশিাপাশি জেরুসালেম বিষয়ক বিশেষ অধিবেশন অনুষ্ঠিত হবে। এতে ফিলিস্তিন ও ইসরাইল অধিকৃত অন্যান্য আরব ভূমিতে মানবাধিকার পরিস্থিতিতে পরীক্ষা করতে পরিষদের প্রচেষ্টা বন্ধ করার ইসরাইলী প্রচেষ্টাকে ব্যাহত করতে মানবাধিকার পরিষদের সমন্বিত প্রচেষ্টার উপরও সুপারিশ করা হয়। ইহসানুগলো বলেন, আগামী মাসে ওআইসির মন্ত্রী পর্যায়ের একটি প্রতিনিধিদল মিয়ানমার সফর করবেন ওআইসি ৭ সদস্যের কনট্যাক্ট গ্রুপের সদস্য (অংশীদার) হচ্ছে সৌদি আরব। অন্যান্য সদস্য হচ্ছে মিসর, জিবুতি, তুরস্ক, মালয়েশিয়া, বাংলাদেশ ও ইন্দোনেশিয়া। এই সফরে রাখাইনে রোহিঙ্গা শিবির পরিদর্শন ও মুসলিম সম্প্রদায়ের নেতাদের সাথে বৈঠকসহ মন্ত্রী ও উচ্চ পর্যায়ে সরকারি কর্মকর্তা ও পার্লামেন্টে মুসলিম সদস্যদের সাথে দু’টো বৈঠক অনুষ্ঠিত হবে।
মিয়ানমার সরকারের সাথে আলোচনায় যে প্রধান প্রধান বিষয় উত্থাপিত হবে তা হচ্ছে মিয়ানমারে রোহিঙ্গা মুসলিমদের মর্যাদা, তাদের মানবিক চাহিদা, পুনর্বাসন পরিকল্পনা, মৌলিক মানবাধিকার এবং নাগরিক অধিকার। তিনি ব্যাখ্যা করে বলেন, এই সফর হচ্ছে রোহিঙ্গা মুসলিম সম্প্রদায় সংক্রান্ত ওআইসি কন্ট্যাক্ট গ্রুপের যে প্রস্তাব তার বাস্তবায়ন। গত সেপ্টেম্বরে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের পাশাপাশি ওআইসি বৈঠকের সময় এই খসড়া করা হয়। ইহসানুগলো বলেন, গত সোমবার ওআইসি সদরদফতরে দক্ষিণ ফিলিপাইন সংক্রান্ত ওআইসি শান্তি কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। এতে ঐ এলাকায় শান্তির জন্যে সমাধানে ব্যাপকভাবে অব্যাহত অবদান রাখার প্রতিশ্রুতির কথা পুনর্ব্যক্ত করা হয়। এতে গত সেপ্টেম্বরে ফিলিপাইনের সৈন্য ও এমএনএলএফ উপদলের মধ্যে সংঘাতের পর জাম্বোয়াঙ্গা নগরীতে মানবীয় পরিস্থিতির প্রতি দৃষ্টি দেয়ার আহ্বান জানানো হয়। ফিলিফাইন সরকার এমএনএলএফ এবং ওআইসি মধ্যেকার ত্রিপক্ষীয় পরিকল্পিত পঞ্চম বৈঠক আগামী মাসে গিনিতে ৪০তম সিএফএম’র পর অনুষ্ঠিত হবে।