‘আগামী নির্বাচনে ভুল করলে তালেবানের বাংলাদেশ সৃষ্টি হবে’
আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, আমরা ভুল করতে পারি। সরকার ভুল করতে পারে। কিন্তু আগামী নির্বাচনে জনগণ ভুল করলে বাংলাদেশ হবে তালেবানের বাংলাদেশ, জঙ্গিবাদের বাংলাদেশ।
শনিবার রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) কাজী নজরুল ইসলাম মিলনায়তনে রাবি ছাত্রলীগের ২৪ তম কাউন্সিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, বিরোধীদলীয় নেত্রী নতুন ধারার কথা বলছেন। তার নতুন ধারা হচ্ছে ক্ষমতায় গেলে যুদ্ধাপরাধী জামায়াতে ইসলামীকে নিয়ে সরকার গঠন করা। যুপরাধীদের ক্ষমা করে মন্ত্রী বানানো। যুদ্ধাপরাধীদের ছয়টি রায় ঘোষণার পরও খালেদা জিয়া নিশ্চুপ কেন প্রশ্ন করেন তিনি।
নাসিম সম্প্রতি পাঁচ সিটি নির্বাচনে আওয়ামী লীগের পরাজয়ের বিষয়ে বলেন, এ পরাজয় সাময়িক পরাজয়। এ পরাজয় থেকে আমাদের শিক্ষা নিতে হবে। আগামী চার মাসে আর কোনো ভুল করা যাবে না।
এর আগে বেলা ১১টা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে ক্যাম্পাসে মহড়া দেয় ছাত্রলীগের পদপ্রত্যাশীরা। বেলা ১২টার দিকে বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় গ্রন্থাগারের পেছন থেকে কাউন্সিলের একটি বর্ণাঢ্য র্যা লি ক্যাম্পাস প্রদক্ষিণ করে।
দুপুর একটার দিকে কাউন্সিল অনুষ্ঠানের উদ্বোধন করেন ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি এএইচ এম বদিউজ্জামান সোহাগ।
উদ্বেধনী বক্তব্যে তিনি বলেন, বিএনপি-জামায়াত-হেফাজত বাংলাদেশকে তালেবানি রাষ্ট্রে পরিণত করার ষঢ়যন্ত্র করছে। তারা ইসলাম রক্ষার নামে দেশে প্রতিনিয়ত নৈরাজ্য সৃষ্টি করেছে। যে নারী জাতিকে ইসলাম মর্যাদা দিয়েছে সেই নারী জাতিকে নিয়ে নিয়ে কটাক্ষ করেছে হেফাজতের আমির। তিনি জঙ্গিবাদ ও স্বাধীনতাবিরেধীদের সব ষড়যন্ত্র মোকাবেলায় ছাত্রলীগ নেতাকর্মীদের প্রস্তুত থাকার আহ্বান জানান।
কাউন্সিলে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন- ছাত্রলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলম। তিনি ছাত্রলীগ নেতাকর্মীদের জঙ্গিবাদ জামায়াত-শিবির যাতে ক্যাম্পাসে মাথাচড়া দিয়ে উঠতে না পারে সে ব্যাপারে সতর্ক থাকার নির্দেশ দেন।
রাবি ছাত্রলীগ সভাপতি আহম্মেদ আলী মোল্লার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবু হুসাইন বিপুর পরিচালনায় কাউন্সিল অনুষ্ঠানে শিল্প প্রতিমন্ত্রী আলহাজ্ব ওমর ফারুক চৌধুরী (এমপি), রাজশাহী মহানগর আওয়ামীলীগের সভাপতি বজলুর রহমান, সাধারণ সম্পাদক এ এইচএম খায়রুজ্জামান লিটন, রাজশাহী মহানগর ছাত্রলীগের সভাপতি শফিকুর রহমান শফিক, সাধারণ সম্পাদক মীর তৌহিদুল ইসলাম কিটু, রাজশাহী জেলা ছাত্রলীগের সভাপতি রোকনুজ্জামান রিন্টু, সাধারণ সম্পাদক ওমর ফারুক ফারদিন, রুয়েট ছাত্রলীগের আহ্বায়ক হারুন-উর-রশিদসহ বিভিন্ন পর্যায়ের নেতারা বক্তব্য দেন।