বিএনপির পাঁচ নেতা কারাগারে, রিমান্ডের শুনানি বৃহস্পতিবার
বিএনপির পাঁচ নেতা মওদুদ আহমদ, রফিকুল ইসলাম মিয়া, এম কে আনোয়ার, আবদুল আউয়াল মিন্টু ও শিমুল বিশ্বাসকে কারাগারে পাঠানো হয়েছে। তাঁদের রিমান্ডের বিষয়ে শুনানি হবে আগামী বৃহস্পতিবার। শনিবার বিকেলে মহানগর হাকিম জয়নব বেগম এ আদেশ দেন। বিএনপির এই পাঁচ নেতাকে পৃথক দুই মামলায় ১০ দিন করে রিমান্ডে নেওয়ার আবেদন জানিয়েছিল পুলিশ।কিন্তু যথাযথ কাগজপত্রসহ আবেদন না করায় বৃহস্পতিবার রিমান্ডের শুনানির দিন ধার্য করেন আদালত। এর আগে আজ বিকেলে পাঁচ নেতাকে নিয়ে পুলিশ রাজধানীর মিন্টো রোডে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের কার্যালয় থেকে ঢাকার মুখ্য মহানগর হাকিম (সিএমএম) আদালতে নেওয়া হয়। রাজধানীর মতিঝিল থানায় দায়ের দুটি মামলায় বিএনপির পাঁচ নেতাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। গাড়ি ভাঙচুর, অগ্নিসংযোগ ও পুলিশের ওপর হামলার ঘটনায় ওই মামলাগুলো দায়ের করা হয়। ঢাকা মহানগর পুলিশের উপকমিশনার (জনসংযোগ) মাসুদুর রহমান সাংবাদিকদের এ তথ্য জানান। পুলিশ জানায়, মতিঝিল থানায় ৫ নভেম্বর দায়ের করা ১৬ নম্বর মামলা এবং ২৪ সেপ্টেম্বর দায়ের করা ৪৪ নম্বর মামলায় তাঁদের গ্রেপ্তার দেখানো হয়।