যত বড় নেতাই হোক আইনের আওতায় আনা হবে : হানিফ
সহিংসতাকারী যত বড়ই নেতা হোক না কেন তাকে আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছেন ক্ষমতাসীন দল আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ। তিনি বলেন, দেশের মানুষ যখন নির্বাচনের প্রস্তুতি নিয়ে মুখর তখন বিএনপি হরতাল দিয়ে জামায়াতের এজেন্ডা বাস্তবায়ন করতে চায়। তারা ৭২ ঘণ্টার হরতাল দিয়ে বিরোধী দল নির্বাচন ও যুদ্ধাপরাধের বিচার বানচাল করতে চায়। বাংলাদেশকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করতে চায়। শনিবার দুপুরে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে ঢাকা মহানগর আওয়ামী লীগের হরতার বিরোধী প্রস্ততিমূলক এক বিশেষ বর্ধিত সভায় হানিফ এসব কথা বলেন। এসময় তিনি বিরোধী দলকে উদ্দেশ্য করে বলেন, নিরীহ মানুষের ওপর আর জুলুম করবেন না, তাদের আর নির্যাতন করবেন না। হরতাল সহিংসতা বন্ধ করুন। নির্বাচনে অংশগ্রহণ করে নিজেদের জনপ্রিয়তা যাচাই করুন। তিনি বলেন, ৩০ লাখ মানুষের রক্তে গড়া বাংলাদেশকে ব্যর্থ রাষ্ট্রে যেন কেউ পরিণত করতে না পারে, এজন্য ঢাকা মহানগর আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনকে সতর্ক থাকতে বলা হয়েছে।