ফিলিপাইনে হাইয়ানের আঘাতে শতাধিক প্রাণহানি
ফিলিপাইনে সুপার টাইফুন হাইয়ানের আঘাতে শতাধিক প্রাণ হারিয়েছেন। শুক্রবার ভোর ৫টার দিকে টাইফুনটি দেশটির মধ্যাঞ্চলে আঘাত হানে। শুধু ট্যাকলোবান শহরেই কমপক্ষে একশ’ জন প্রাণ হারান। ফিলিপাইনের কর্মকর্তাদের বরাত দিয়ে বিবিসি এ খবর জানিয়েছে। দেশটির বেসামরিক বিমান চলাচল বিভাগের ডিপুটি ডাইরেক্টর জেনারেল ক্যাপ্টেন জন অ্যান্ডু জানান, শহরের রাস্তায় রাস্তায় লাশ পড়ে রয়েছে। টাইফুনটি আঘাত হানার প্রথম ঘন্টায়ই চারজন প্রাণ হারান। প্রাণহানির সংখ্যা আরো বাড়তে পারে বলে ধারণা করেন তিনি। বিবিসি জানায়, ঘূর্ণিঝড়টি ঘণ্টায় ৩৭৯ কিলোমিটার বেগে আঘাত হানে। এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। কয়েকটি ভবন ধসে পড়েছে। কয়েকটি এলাকায় সড়ক যোগাযোগ এবং বিদ্যুৎ সরবরাহ বিচ্ছিন্ন রয়েছে। ঘূর্ণিঝড়টি আঘাত হানার আগেই অনেক মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেয়া হয়েছিল। প্রবল বাতাসের তোড়ে ভেঙ্গে পড়া গাছপালায় রাস্তাঘাট বন্ধ হয়ে গেছে। সেবু প্রদেশের ত্রাণ সংস্থা ওয়ার্ল্ড ভিশনের মাই জামোরা জানিয়েছেন, প্রবল বাতাস বয়ে যাচ্ছে এবং একটানা ভারী বৃষ্টিপাত হচ্ছে। এদিকে টাইফুন হাইয়ানের কারণে এক কোটি বিশ লাখেরও বেশি মানুষ ঝুঁকির মধ্যে রয়েছে। শক্তি ও ধ্বংসসাধনের দিক দিয়ে এ ঝড়কে ক্যাটাগরি পাঁচ শ্রেণীর হারিকেনের সমতুল্য হিসেবে চিহ্নিত করা হয়েছে।