মিসরে পার্লামেন্ট নির্বাচন ফেব্রুয়ারিতে

Egyptমিসরে সেনা নিয়োগকৃত অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্রমন্ত্রী নাবিল ফাহমি বলেছেন, তার দেশে আগামী ফেব্রুয়ারি থেকে মার্চের মধ্যে পার্লামেন্ট এবং তারপর প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে। তিনি আরো বলেছেন, ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসির নিষিদ্ধ ঘোষিত সংগঠন মুসলিম ব্রাদারহুডের রাজনৈতিক শাখা ওই নির্বাচনে অংশ নিতে পারবে। রয়টার্স। ফাহমির বক্তব্যে মধ্যপ্রাচ্যের সবচেয়ে জনবহুল দেশটিতে সেনাসমর্থিত অন্তর্বর্তী সরকারের মেয়াদ শেষ হওয়ার এবং গণতন্ত্র ফিরে আসার স্পষ্ট সময়সূচি পাওয়া গেল। মিসরের ইতিহাসে প্রথম অবাধ ও সুষ্ঠু নির্বাচনে বিজয়ী প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসিকে এ বছর ৩ জুলাই সেনা অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত করার পর থেকে দেশটিতে কঠিন রাজনৈতিক সঙ্কটের সৃষ্টি হয়েছে। মুরসিকে অন্যায়ভাবে ক্ষমতাচ্যুত করার প্রতিবাদে তার সমর্থকেরা বিক্ষোভ করে আসছে। আর তাদের ওপর সেনাসমর্থিত সরকারের নির্মম দমন অভিযানে এ পর্যন্ত কয়েক হাজার মানুষ নিহত হয়েছে।
এক সাক্ষাৎকারে নাবিল ফাহমি বলেন, ব্রাদারহুডের রাজনৈতিক শাখা ফ্রিডম অ্যান্ড জাস্টিস এখনো মিসরে একটি বৈধ সংগঠন এবং সংগঠনটি পার্লামেন্ট নির্বাচনে অংশ নিতে পারবে। উল্লেখ্য, বুধবার মিসরের একটি আদালত মুসলিম ব্রাদারহুডকে নিষিদ্ধ ঘোষণা করে দেয়া আগের রায় বহাল রাখে।
স্পেন সফররত ফাহমি বলেন, আগামী বসন্তের শেষে প্রেসিডেন্ট নির্বাচনের ঘোষণা দেয়া হবে এবং ওই ঘোষণার পর সর্বোচ্চ দুই মাসের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হবে। গত সেপ্টেম্বরে তিনি বলেছিলেন, আগামী বসন্তের মধ্যে সরকারের অন্তর্বর্তীকাল শেষ হবে। অবশ্য তিনি তখন নির্দিষ্ট তারিখ বলেননি। নির্বাচন অনুষ্ঠিত হবে নতুন সংবিধানের ওপর গণভোট অনুষ্ঠানের পর। নাবিল ফাহমি বলেন, ওই গণভোট হবে ডিসেম্বরে।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button