মুরসি এখন আরো বেশি সাহসী : স্ত্রী নাগলা
মিসরের গণতান্ত্রিকভাবে নির্বাচিত প্রথম প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসির স্বাস্থ্য স্থিতিশীল রয়েছে বলে জানিয়েছেন তার স্ত্রী নাগলা আলী। নাগলা বুধবার কারাগারে তার স্বামীর সাথে দেখা করেন। কারাগারে দেখা করে এসে নাগলা আলী জানান, ‘তার স্বাস্থ্য এমনই আছে, যেমনটি আমরা প্রত্যাশা করছিলাম।’ মুরসি এখন আলেকজান্দ্রিয়ার নিকটবর্তী বুর্জ আল আরব নামক একটি কারাগারে আটক রয়েছেন। নাগলা আরো জানান, ‘আল্লাহর শুকরিয়া। আমি তাকে (মুরসিকে) গতকাল যেমনটি দেখেছি এতে শুকরিয়া আদায় করছি। স্বাভাবিক স্থিতিশীলতার চেয়েও তিনি বেশ ভালো আছেন। একই সাথে তার মনোবল দৃঢ় রয়েছে।’ মতায় থাকার সময়ে ‘সহিংসতায় উসকানি ও হত্যার অভিযোগে’ মুরসিসহ মুসলিম ব্রাদারহুডের শীর্ষ ১৪ নেতাকে এখন বিচারের মুখোমুখি করানো হয়েছে। অবশ্য বিচারকাজকে মুরসির অবৈধ বলে ঘোষণা এবং দেশজুড়ে ব্রাদারহুড সমর্থকদের ব্যাপক বিােভের আশঙ্কায় তাদের বিচার আগামী ৮ জানুয়ারি পর্যন্ত মুলতুবি করা হয়েছে।