বকেয়া চাঁদা পরিশোধ না করায় ইউনেস্কোতে ভোটাধিকার হারালো যুক্তরাষ্ট্র

Unescoবকেয়া চাঁদা পরিশোধ না করায় গতকাল শুক্রবার জাতিসঙ্ঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি বিষয়ক সংস্থা ইউনেস্কো যুক্তরাষ্ট্রের ভোটাধিকার বাতিল করে দিয়েছে। ফিলিস্তিনকে সদস্য করার প্রতিবাদে যুক্তরাষ্ট্র দুই বছর চাঁদা বন্ধ করার পর দেশটির বিরুদ্ধে এ সিদ্ধান্ত নিলো সংস্থাটি। এপি। ইউনেস্কোকে প্রতি বছর আমেরিকা আট কোটি ডলার সমপরিমাণ অর্থ চাঁদা হিসেবে দিলেও গত তিন বছর যাবৎ এ চাঁদা দেয়া বন্ধ রেখেছে দেশটি। ২০১১ সালে ফিলিস্তিনকে ইউনেস্কোর পূর্ণ সদস্যপদ দেয়া হয়। প্যারিসভিত্তিক ইউনিস্কো প্রতি বছর যে চাঁদা পায় তার ২২ শতাংশ জোগায় যুক্তরাষ্ট্র। নিয়ম অনুয়ায়ী, গতকাল সকালের মধ্যেই বকেয়া সব চাঁদা পরিশোধ বা চাঁদা বাকি থাকার কারণ সংস্থাটিকে জানানোর কথা ছিল মার্কিন যুক্তরাষ্ট্রের। নইলে যুক্তরাষ্ট্রের ভোট দেয়ার অধিকার বাতিল করা হবে বলে ইউনেস্কো পরিষ্কার ভাষায় জানিয়ে দিয়েছিল। কিন্তু এ ব্যাপারে কোনো পদপে না নেয়ায় আমেরিকার ভোট দেয়ার অধিকার স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে গেছে বলে জানানো হয়েছে।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button