জানুয়ারিতে সম্ভব হচ্ছে না কাতার বিশ্বকাপ

Fifaবিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফার প্রেসিডেন্ট সেপ ব্ল্লাটার জানিয়েছেন, এগিয়ে জানুয়ারিতে শীতের সময় বিশ্বকাপ আয়োজন করা সম্ভব হচ্ছে না। এখন তাই একটিই বিকল্প থাকলো, পিছিয়ে নভেম্বর-ডিসেম্বর মাসের দিকে বিশ্বকাপ আয়োজন।
আবু ধাবিতে এক সংবাদ সম্মেলনে ব্ল্লাটার বলেন, ফিফা বিশ্বকাপ কোনোভাবেই জানুয়ারি/ফেব্রুয়ারিতে আয়োজন করা যাবে না। শীতকালে যদি আয়োজন করতেই হয়, তবে তা কেবল নভেম্বর/ডিসেম্বরেই সম্ভব।
কাতারে ২০২২ সালের বিশ্বকাপ গ্রীষ্মকাল থেকে সরিয়ে নেয়া হবে কিনা তা নির্ধারণে গত অক্টোবরে একটি টাস্কফোর্স গঠনের সিদ্ধান্ত নেয় আন্তর্জাতিক ফুটবল সংস্থা (ফিফা)। গ্রীষ্মে কাতারের তাপমাত্রা ৫০ ডিগ্রি সেলসিয়াস পর‌্যন্ত উঠে বলে সে সময় বিশ্বকাপ আয়োজনে আপত্তি জানায় অনেক দেশ।
তাদের আশঙ্কা, প্রচণ্ড গরমে খেলা হলে তা খেলোয়াড় ও দর্শকদের স্বাস্থ্যের জন্য ঝুঁকির কারণ হয়ে দাঁড়াতে পারে। এরপর কাতারে বিশ্বকাপ ফুটবলের আয়োজনের সিদ্ধান্ত নেয়াটা ‘ভুল’ ছিল বলে স্বীকার করেন ফিফা প্রেসিডেন্ট সেপ ব্লাটার। গ্রীষ্মে মধ্যপ্রাচ্যের দেশটির প্রচণ্ড তাপমাত্রার জন্য বিশ্বকাপের সময়টা শীতকালে নিয়ে যাওয়ার পরিকল্পনার কথাও জানান তিনি।
এরই প্রেক্ষিতে এই টাস্কফোর্স গঠনের সিদ্ধান্ত নেয়া হয়। চিকিৎসক, খেলা সমপ্রচারকারী, স্পন্সর ও প্রভাবশালী ইউরোপীয় লিগগুলোর কর্তৃপক্ষের সঙ্গে এই টাস্কফোর্স ২০২২ বিশ্বকাপের সময়সূচি নিয়ে আলোচনা করবে। তবে সময়সূচি পরিবর্তন নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসবে ২০১৪ বিশ্বকাপের পর।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button