সুনামগঞ্জে দু’শ কোটি টাকা ব্যয়ে বৈদ্যুতিক সাবষ্টেশন হচ্ছে
এনামুল হক রেনু: সুনামগঞ্জের বিদ্যুৎ সংকট নিরসনে দু’শ কোটি টাকা ব্যয়ে ১৩২/৩৩ কেভি বিদ্যুৎ গ্রীড সাবস্টেশন-এর নির্মাণ কাজ শিগগিরই শুরু হচ্ছে। ৬ একর জায়গার উপর নির্মিতব্য এই গ্রীড সাবস্টেশন হলে সুনামগঞ্জবাসীর বহু দিনের বিদ্যুৎ সমস্যা দূর হবে বলে মনে করেন গ্রীড সাবষ্টেশন বাস্তবায়নের প্রধান উদ্যোক্তা বিদ্যুৎ গ্রীডের পরিচালক সুনামগঞ্জ জেলা পরিষদ প্রশাসক ব্যারিস্টার এম. এনামুল কবির ইমন। বিদ্যুৎ উন্নয়ন বোর্ড সূত্রে জানা গেছে, দেশের ৮টি জেলায় প্রায় তিন হাজার কোটি টাকা ব্যয়ে বিদ্যুৎ গ্রীড সাবস্টেশন নির্মাণ প্রক্রিয়া শুরু হয়েছে। এর মধ্যে প্রথমেই শুরু হয়েছে সুনামগঞ্জের বিদ্যুৎ গ্রীড সাবস্টেশন নির্মাণের কাজ। সুনামগঞ্জে বর্তমানে পাওয়ার ডেভলপমেন্ট বোর্ড (পিডিবি) এর বিদ্যুতের প্রয়োজন ১০ থেকে ১২ মেগাওয়াট। অথচ জাতীয় গ্রীড লাইন থেকে ছাতক বিদ্যুৎ গ্রীড সাবস্টেশন হয়ে জেলার প্রায় ২০ হাজার গ্রাহকের জন্য পিডিবির বিদ্যুৎ সরবরাহ করা হয় ৫-৬ মেগাওয়াট। অন্যদিকে, সুনামগঞ্জে রুরাল ইলেট্রিফিকেশন বোর্ড (আরইবি) পল্লী বিদ্যুৎ সমিতির মাধ্যমে প্রায় ৬১ হাজার গ্রাহকের জন্য জেলায় বিদ্যুৎ সরবরাহ করে ১৬ মেগাওয়াট। পিডিবি’র চাহিদা মাফিক বিদ্যুৎ সরবরাহ না করায় জেলা শহরের প্রত্যেকটি ফিডারে ঘন্টায় ঘন্টায় লোডশেডিং করতে হয়। ছাতক থেকে হাওর এলাকা দিয়ে আসা পুরোনো বিদ্যুৎ লাইনে দিনে ২-৩ বার ত্রুটি দেখা দেয়। দীর্ঘ লাইনে আসা বিদ্যুৎ লাইনের জন্য লো-ভোল্টেজ লেগেই থাকে। বিদ্যুতের সিস্টেম লসও হচ্ছে প্রতিনিয়তই। সুনামগঞ্জ পল্লী বিদ্যুতের একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, ছাতক থেকে সুনামগঞ্জে আসা ৫০ কিলোমিটার বিদ্যুৎ লাইন এবং সুনামগঞ্জ অফিস থেকে আরও ৩০-৪০ কিলোমিটার লাইন টেনে বিদ্যুৎ সরবরাহ করায় চার-পাঁচ শতাংশ বিদ্যুৎ সিস্টেম লসে নষ্ট হয়। এছাড়া বর্তমানে সুনামগঞ্জে আরইবি’র ৬১ হাজার বিদ্যুৎ গ্রাহক থাকলেও আরও প্রায় ২০ হাজার গ্রাহক বিদ্যুৎ লাইন নিতে আগ্রহী। অথচ বরাদ্দ সংকটের কারনে পল্লী বিদ্যুৎ সমিতি বিদ্যুৎ সরবরাহ করতে পারছে না। সুনামগঞ্জ জেলা পরিষদ প্রশাসক ও বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের পরিচালক ব্যারিস্টার এম.এনামুল কবির ইমন বলেন, সুনামগঞ্জে বিদ্যুতের গ্রীড সাবস্টেশন নির্মাণ অযৌক্তিক বলে অতীতে এই উন্নয়ন কাজটি না হওয়ায় সুনামগঞ্জ অনেক পিছিয়ে ছিল। প্রধানমন্ত্রী সিলেটের কুমারগাঁও বিদ্যুৎ সাবস্টেশন উদ্বোধন করার সময় আমি কাছাকাছি গিয়ে বলেছি, সুনামগঞ্জে আমরা চাহিদার অর্ধেক বিদ্যুৎ পাই না। তিনি সঙ্গে সঙ্গেই পিডিবি’র চেয়ারম্যান ও বিদ্যুৎ সচিবকে বলেছেন, সুনামগঞ্জের সুনাম রক্ষায় এই কাজটি করা জরুরী। এরপর থেকে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের প্রত্যেক সভায় এ বিষয়ে কথা বলেছি। সংশ্লিষ্টদের বার বার তাগিদ দিয়ে সুনামগঞ্জবাসীর জন্য এই কাজটি করতে পেরে আমি আনন্দিত। এই গ্রীড সাবস্টেশন নির্মাণ হলে সুনামগঞ্জবাসীর দীর্ঘ দিনের বিদ্যুৎ ভোগান্তি দূর হবে। তিনি আরও জানান, বর্তমান সরকারের মেয়াদকালেই গ্রীড স্টেশনটির কাজ শুরু হবে। যেহেতু এটি একনেকে অনুমোদিত প্রকল্প তাই এই উন্নয়ন প্রকল্প বাধাগ্রস্ত হওয়ার কোন সুযোগ নেই।