সৌদি আরবে শ্রমিক-পুলিশ সংঘর্ষে নিহত ২
সৌদি আরবে বিদেশি শ্রমিকদের বিক্ষোভের সময় পুলিশের সাথে সংঘর্ষে অন্তত দুজন নিহত হয়েছে। তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় জানা যায়নি। তবে এদের একজন খুব সম্ভবত ইথিওপিয়ার নাগরিক। রাজধানী রিয়াদের দরিদ্র একটি এলাকায় এই সংঘর্ষ ঘটে। পুলিশের এক বিবৃতিতে দুজন নিহত হওয়ার খবর নিশ্চিত করা হয়েছে।
খবরে বলা হচ্ছে, এই ঘটনায় পুলিশ কয়েকশো বিক্ষোভকারীকে গ্রেফতার করেছে। ইন্টারনেটে সামাজিক যোগাযোগের ওয়েবসাইটগুলোতে এই সংঘর্ষের যেসব ভিডিওচিত্র আপলোড করা হয়েছে তাতে দেখা যাচ্ছে পুলিশ বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে লাঠি ব্যবহার করছে। অবৈধ শ্রমিকদের বিরুদ্ধে কর্তৃপক্ষ অভিযান শুরু করার কয়েক দিনের মধ্যেই পুলিশের সাথে এধরনের সংঘর্ষ ঘটলো। বিদেশি শ্রমিকদের বিরুদ্ধে অভিযোগ যে তারা ভিসা ও ওয়ার্ক পারমিটের শর্তাবলী লঙ্ঘন করে সেখানে কাজ করছেন। সৌদি আরবে বিপুলসংখ্যক বাংলাদেশী শ্রমিক কাজ করছে। তবে রিয়াদের এই এলাকায় বিক্ষোভ ও সংঘর্ষের সময় সেখানে কোনো বাংলাদেশি ছিলো কিনা তা জানা যায়নি।