হরতালের প্রথম দিনে নিহত ২
সারাদেশে বিচ্ছিন্ন পিকেটিং ও সহিংসতার মধ্য দিয়ে পালিত হচ্ছে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে ডাকা ১৮ দলীয় জোটের রোববার থেকে টানা ৪ দিনের (৮৪ ঘণ্টা) হরতাল। হরতালের প্রথম দিনে পিকেটারদের ধাওয়ায় চট্টগ্রাম ও ফেনীতে দুইজন নিহত হয়েছেন।
রোববার সকাল সাড়ে ৮টার দিকে চট্টগ্রামের হাটহাজারী উপজেলার মাদুনাঘাট এলাকায় হরতাল সমর্থকরা একটি অটোরিকশাকে ধাওয়া করে। এসময় পালাতে গিয়ে অটোরিকশা উল্টে যায়। এতে অটোরিকশায় থাকা যাত্রী নির্মল দাস গুরুতর আহত হন। পরে আহত নির্মলকে হাসপাতালে আনা হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ফেনীর দাগনভূঞায় পিকেটারের ধাওয়ায় অ্যাম্বুলেন্স নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা খেলে ঘটনাস্থলেই মো. ইলিয়াস (৬০) নামে এক প্রবাসীর মৃত্যু হয়েছে।
রোববার সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটেছে। এসময় ওই অ্যাম্বুলেন্সে থাকা এক হাজী ও আরও দুই প্রবাসীসহ তিনজন গুরুতর আহত হয়েছেন।
নিহত প্রবাসী (দুবাই) মো. ইলিয়াস (৬০) নোয়াখালীর কোম্পানীগঞ্জ এলাকার মেহেরুন নেছা এলাকার বাসিন্দা। তবে ঘটনার পর থেকে অ্যাম্বুলেন্স চালক পলাতক রয়েছেন।
জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় আওয়ামী লীগ ও বিএনপির সমর্থকদের মধ্যে সংঘর্ষ ও গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। এ সময় পুলিশের একজন সদস্যসহ উভয় পক্ষের ১০ জন গুলিবিদ্ধ হয়েছেন। এ ঘটনায় শফিকুল ইসলাম নামের একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার দুপুর ১২টার দিকে উপজেলার বাঘমারা ব্রিজপাড় এলাকায় এই সংঘর্ষের ঘটনা ঘটে।
চট্টগ্রামের খুলশী এলাকায় অবস্থিত ভারতীয় ডেপুটি হাইকমিশন কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরিত হয়েছে। রোববার সন্ধ্যা পৌনে সাতটার দিকে কমিশনের দেয়ালে ককটেল ছুড়ে মারে দুর্বত্তরা।
রাজধানীতে সকালে সাড়ে ৬টার দিকে মিরপুর বাংলা কলেজ এলাকায় দায়িত্ব পালনের সময় ছাত্রদলের কর্মীরা ওই এলাকায় হরতালের সমর্থনে মিছিল বের করে। এক পর্যায়ে তারা দুটি ককটেল ফাটায় এবং একটি পেট্রোল বোমা ছোড়ে। ওই পেট্রোল বোমায় ক্যামেরাপার্সন আনিসুরের হাতের কিছু অংশ পুড়ে যায়। তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
এর আগে শনিবার রাতে বংশালে পিকেটার ও পুলিশের সংঘর্ষের ছবি তুলতে গিয়ে আহত হয় ফোকাস বাংলার ফটোসাংবাদিক মোশাররফ হোসেন। এতে তার ডান চোখে আঘাত লাগে। গুরুতর অবস্থায় তাকে জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে চিকিৎসা নিয়ে যাওয়া হয়েছে।
হরতালের প্রথম দিন সকালে পুলিশ ও ছাত্রলীগের সঙ্গে হরতালকারীদের ত্রিমুখী সংঘর্ষে চট্টগ্রাম নগরীর এ কে খান গেইট, কর্নেলহাট, অলংকার মোড়, সাগরিকা এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। সকাল সাড়ে ৮টার দিকে এ কে খান মোড়ে হরতালকারীরা মিছিল বের করলে পুলিশ বাধা দিলে নেতামকর্মীদের ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয়। এসময় ব্যাপক ককটেল বিস্ফোরিত হয়। পুলিশ মিছিল ছত্রভঙ্গ করতে গুলি ও টিয়ারসেল মারে। একই সময়ে পুলিশ-র্যাব-বিজিবির সঙ্গে ছাত্রলীগ-যুবলীগ কর্মীরা বিএনপি-জামায়াত জোটের কর্মীদের ওপর দফায় দফায় হামলা চালায়।
ঘটনাস্থল থেকে পুলিশ যুবদল নেতা ফেরদৌস, সাদ্দাম, নূরুন্নবী টিপু, রিপন, আমজাদসহ ১৫/২০ জনকে আটক করে।
উল্লেখ্য, গত শুক্রবার নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে আজ ছয়টা থেকে টানা ৭২ ঘণ্টার হরতালের ডাক দিয়েছিল ১৮-দলীয় জোট। নির্দলীয় সরকারের দাবিতে বিএনপির ডাকা এটাই সবচেয়ে দীর্ঘ সময়ের হরতাল। এর আগে সর্বশেষ গত ২৭ থেকে ২৯ অক্টোবর এবং ৪ থেকে ৬ নভেম্বর বিরোধী দল টানা ৬০ ঘণ্টা করে দুই দফা হরতাল পালন করে। এছাড়া কেন্দ্রীয় নেতাদের গ্রেপ্তার ও বাসায় পুলিশি অভিযানের প্রতিবাদে গতকাল শনিবার আরও ১২ ঘণ্টা হরতাল বাড়ানোর ঘোষণা দেয় বিএনপির নেতৃত্বাধীন ১৮-দলীয় জোট। নতুন ঘোষণা অনুযায়ী, রোববার ভোর ছয়টা থেকে শুরু হয়ে আগামী বুধবার সন্ধ্যা ছয়টা পর্যন্ত টানা চার দিন হরতাল চলবে।