আলোচনার টেবিলে ইরানের পরমাণু চুক্তি
ইরানের পরমাণু ইস্যুটি এখন আলোচনার টেবিলে আছে এবং কয়েক সপ্তাহের মধ্যে এ বিষয়ে চুক্তি সম্ভব বলে মন্তব্য করেছেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী উইলিয়াম হেগ।
ব্রিটিশ রাষ্ট্রীয় গণমাধ্যম বিবিসি’র সঙ্গে সাক্ষাতকারে পররাষ্ট্রমন্ত্রী উইলিয়াম হেগ বলেন, “আগামী কয়েক সপ্তাহের মধ্যে পরমাণু ইস্যুতে কোন সমাধান হবে কিনা, এমন প্রশ্নের জবাবে আমি বলব, এর জোরদার সম্ভাবনা রয়েছে।”
তিনি বলেন, “চুক্তিটি আলোচনার টেবিলে আছে এবং তা সম্পন্ন হতে পারে। এটি একটি কঠিন সমঝোতার বিষয়। ঠিক কখন এ বিষয়ে সমঝোতা হবে তা আমি বলতে পারি না।”
গত তিন দিন ধরে জেনেভায় ছয় জাতিগোষ্ঠীর সঙ্গে ইরানের পরমাণু আলোচনা অনুষ্ঠিত হয়। তবে আলোচনার অগ্রগতি হলেও শেষ পর্যন্ত কোনো চুক্তি ছাড়াই বৈঠক শেষ হয়েছে। শেষ মুহূর্তে এসে ছয় জাতিগোষ্ঠীর দেশগুলো দ্বিধাবিভক্ত হয়ে পড়ে। এর পর আগামী ২০ নভেম্বর পরবর্তী বৈঠক অনুষ্ঠানের সিদ্ধান্ত নেয়া হয়েছে।