মালদ্বীপে প্রেসিডেন্ট নির্বাচন আবার স্থগিত
মালদ্বীপে প্রেসিডেন্ট পদে পুন:নির্বাচন আবার স্থগিত করে দিয়েছে দেশটির সুপ্রিমকোর্ট। শনিবার এ নির্বাচনের প্রথম পর্বের ভোটগ্রহণ করা হয়। আজ দ্বিতীয় পর্বের ভোটগ্রহণের কথা ছিল। গতকালের ভোটে সাবেক প্রেসিডেন্ট মুহাম্মাদ নাশিদ এগিয়ে ছিলেন।
সুপ্রিমকোর্ট জানিয়েছে, রাষ্ট্রের সংশ্লিষ্ট সব কর্তৃপক্ষকে এ ভোট স্থগিত করার কথা জানানো হয়েছে। পরাজিত প্রার্থীর আবেদনের পরিপ্রেক্ষিতে সুপ্রিমকোর্ট দ্বিতীয় পর্বের ভোটগ্রহণ স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে। সুপ্রিমকোর্ট বলেছে, আগামী ১৬ নভেম্বর হবে নির্বাচনের জন্য সবচেয়ে উপযুক্ত তারিখ।
তবে, আন্তর্জাতিক সমাজ এর আগে বলেছিল- কোনো রকম দেরি না করেই মালদ্বীপের প্রেসিডেন্ট নির্বাচন শেষ করতে হবে।
এর আগে, ৭ সেপ্টেম্বর অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফল গতমাসের মাঝামাঝি সময়ে বাতিল করে দেয় মালদ্বীপের সুপ্রিম কোর্ট। আন্তর্জাতিক পর্যবেক্ষকরা ওই নির্বাচনকে অবাধ ও সুষ্ঠু বলে ঘোষণা করলেও সর্বোচ্চ আদালত দাবি করে, নির্বাচনে কারচুপি হয়েছে। সুপ্রিমকোর্ট নতুন করে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠানের নির্দেশ দেয় এবং সে নির্দেশ অনুযায়ী নির্বাচন কমিশন ৯ নভেম্বরকে ভোটগ্রহণের নতুন তারিখ হিসেবে ঘোষণা করে।