দুবাই পুলিশের জন্য এবার মার্সিডিজ বেঞ্জ !

Dubai Policeবিলাসবহুল গাড়ি ব্যবহারের জন্য বিখ্যাত দুবাইয়ের পুলিশ। এবার তাদের বহরে যোগ হয়েছে মার্সিডিজ বেঞ্জ গাড়ি। এর আগে থেকেই দুবাই পুলিশ ফেরারি এফএফ, নিশান জিটি-আর এবং ১৬ কোটি টাকা দামের অ্যাস্টন মার্টিন ওয়ান-৭৭, ২০ কোটি টাকা দামের বুগাতি ভেরন, লাম্বরগিনি অ্যাভেনটেডর গাড়ি ব্যবহার করে আসছে।
এবার তাদের বহরে যোগ হয়েছে বিশেষভাবে নির্মিত মার্সিডিজ ব্রাবাস জি৬৩ এএমজি নামের সর্বশেষ মডেলের গাড়ি। সম্প্রতি দুবাই মটর শোতে এসব গাড়ি প্রদর্শন করা হয়।
এ নিয়ে দুবাই পুলিশের বহরে যুক্ত হয়েছে শুধু মার্সিডিজের বিভিন্ন মডেলের ৭০০ গাড়ি। এসব গাড়ি দুবাইয়ের পর্যটন এলাকার টহলে ব্যবহার করা হবে। দুবাই পুলিশের রং অনুসারে এসব গাড়িতে ব্যবহার করা হয়েছে সবুজ এ সাদা রং।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button