ইরানের ডেপুটি শিল্পমন্ত্রী গুলিতে নিহত
ইরানের বাণিজ্য, জ্বালানী ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সংসদ বিষয়ক উপমন্ত্রী সাফদার রাহমাত-আবাদি অজ্ঞাত বন্দুকধারীদের গুলিতে নিহত হয়েছেন। রোববার স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে তেহরানের পূর্বাঞ্চলীয় সাবালান স্কয়ারে রাহমাত-আবাদিকে বহনকারী গাড়িতে হানা দেয় বন্দুকধারীরা। তারা তার মাথা ও বুকে গুলি করে পালিয়ে যায়। অবশ্য একজন পুলিশ কর্মকর্তা বলেছেন, বন্দুকধারীরা হয়তো মন্ত্রীর গাড়ির ভেতরেই ছিল।
নাম প্রকাশে অনিচ্ছুক একজন পুলিশ কর্মকর্তা বলেছেন, “প্রাথমিক তদন্তে দেখা গেছে, মন্ত্রীকে গুলি করা হয়েছে গাড়ির ভেতর থেকেই।” তিনি আরো বলেন, “যেহেতু দু’টি গুলির খোসা গাড়ির ভেতরেই পড়েছিল তাই আমরা ধারণা করছি খুব সম্ভবত হামলাকারীরা গাড়ির ভেতরেই ছিল এবং মন্ত্রীর সঙ্গে কথা বলছিল।” অবশ্য মন্ত্রীকে গুলি করার পর বন্দুকধারীরা হত্যাকাণ্ডে ব্যবহৃত আগ্নেয়াস্ত্রটি নিয়ে পালিয়ে গেছে।
ইরানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নিরাপত্তা বিভাগের উপপ্রধান আলী আব্দুল্লাহি বলেছেন, সম্ভাব্য হামলাকারী বা হামলাকারীদের সনাক্ত করতে পুলিশের গোয়েন্দা ইউনিটগুলো কাজ শুরু করেছে। এ ছাড়া, তেহরান প্রদেশের গভর্নর ঈসা ফারহাদি ইরানের উপ-জ্বালানীমন্ত্রীর নিহত হওয়ার খবরের সত্যতা নিশ্চিত করে বলেছেন, হত্যাকাণ্ডের কারণ অনুসন্ধান এবং খুনিদের খুঁজে বের করতে তদন্ত শুরু হয়েছে।