খুলনা-যশোরের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ
যশোরের চুড়ামনকাটিতে মালবাহী ট্রেন লাইনচ্যুত হওয়ার কারনে খুলনাসহ দেশের দক্ষিনাঞ্চলের সাথে উত্তরাঞ্চলের ট্রেন চলাচল বন্ধ রয়েছে। গতরাত ১টার দিকে জয়পুরহাট থেকে চাল বোঝাই করে ট্রেনটি খুলানয় যাচ্ছিল। রাত ১টার দিকে যশোরের মেহেরুল্লাহ স্টেশনের অদুরে চুড়ামনকাটি রেল ক্রসিংয়ের কাছে ট্রেনটি লাইনচ্যুত হয়। ট্রেনের ৩টি বগি লাইনের বাইরে সমতল ভুমিতে ছিটকে পড়ে।
গেটম্যান নজরুল ইসলাম বলেন, বিকট শব্দ করে রাত পৌনে একটার দিকে মালবাহী ট্রেনের ৩টি বগি লাইন থেকে ছিটকে বাইরে পড়ে যায়। বাকী বগিগুলো লাইনের পরে দুমড়ে মুসড়ে পড়ে। খবর পেয়ে খুলনা জিআরপি পুলিশের এস আই জামাল হোসেনের নেতৃত্বে একটি নিরাপত্তা দল ওই রাতেই ঘটনাস্থলে পৌঁছে ক্ষতিগ্রস্থ ট্রেনের নিরাপত্তা নিশ্চিত করে। এদিকে সকাল ৭টার দিকে খুলনা থেকে একটি রিলিফ ট্রেন ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করেছে ।
রেলের বিভাগীয় ম্যানেজার আব্দুল আজিজ জানান, উদ্ধার কাজ শেষ হওয়ার পর ক্ষতিগ্রস্ত লাইন মেরামত করা হবে। তারপর খুলনার সাথে সারা দেশের ট্রেন চলাচল স্বাভাবিক হতে ২/৩ ঘন্টা সময় লাগবে।