মন্ত্রীরা পদত্যাগপত্র জমা দিয়েছেন
মহাজোট সরকারের মন্ত্রীরা সোমবার পদত্যাগপত্র জমা দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে। এরইমধ্যে বেশ কয়েক মন্ত্রী ও প্রতিমন্ত্রী তাদের পদত্যাগ পত্র জমা দিয়েছেন। দপ্তরবিহীন মন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্ত, অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ক্যাপ্টেন (অব.) তাজুল ইসলাম, খাদ্যমন্ত্রী ড. আবদুর রাজ্জাক, কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী, পাট ও বস্ত্রমন্ত্রী লতিফ সিদ্দিকী, যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের এবং পরিবেশ ও বনমন্ত্রী ড. হাছান মাহমুদ পদত্যাগপত্র জমা দিয়েছেন বলে সংশ্লিষ্টরা জানান। বাকি মন্ত্রীরা পদত্যাগ পত্র তৈরি করে রেখেছেন। আজ তা জমা দেওয়ার কথা রয়েছে। আজ সকাল ১০ টায় প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রীসভার বৈঠক শুরু হলে সেখানে পাট ও বস্ত্রমন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী পদত্যাগ পত্র জমা দেন। তার পরপরই আরও কয়েকজন মন্ত্রী পদত্যাগ করেন।