সিলেটে দুই গ্রুপের বন্দুকযুদ্ধে নিহত ২
আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কোম্পানীগঞ্জে দুই পক্ষের বন্দুকযুদ্ধে ২ জন নিহত হয়েছেন। এতে ১৫ জন গুলিবিদ্ধসহ আহত হয়েছেন ৩০ জন। সোমবার সন্ধ্যায় উপজেলার এম সাইফুর রহমান কলেজের নিকটবর্তী স্থানে এ ঘটনা ঘটে। নিহতরা হচ্ছেন, আব্দুল আলী গ্রুপের হরমুজ আলী (৬০) এবং আপ্তাব আলী কালা গ্রুপের রুহুল আমিন (৩০)। এ ঘটনায় এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।
স্থানীয়রা জানায়, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আপ্তাব আলী কালা মিয়ার সঙ্গে তারই নিকট আত্মীয় এলাকার প্রভাবশালী আব্দুল আলীমের বিরোধ চলছিলো। এ নিয়ে এর আগেও বহুবার দুই পক্ষ মুখোমুখি হয়। গুলি বিনিময়ের ঘটনা ঘটে। এরই জের ধরে বিকেলে দু’পক্ষের শত শত মানুষ লাঠিসোটা নিয়ে মুখোমুখি হয়। একপর্যায়ে তাদের মধ্যে সংঘর্ষ বাধে। দুই পক্ষের সংঘর্ষের সময় প্রচন্ড গোলাগুলি শুরু হলে হরমুজ আলীর ও রুহুল আমীন গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলে নিহত হন। এ সময় আরও ১৫ জন গুলিবিদ্ধ হন। তাদেরকে আশংকাজনক অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। উদ্ভূত পরিস্থিতিতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ নিয়ে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। থানার ওসি সালেহ উদ্দিন জানান, আধিপত্য বিস্তার নিয়ে বিকাল ৫ টার দিকে বিবদমান দু’পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে বেশ কয়েকজন আহত হন। এর মধ্যে দুই জন খুন হয়েছেন। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে বলে তিনি জানান।