প্রধানমন্ত্রীর পা ছুঁয়ে সালামের হিড়িক !
পদত্যাগপত্র জমা দিতে এসে প্রধানমন্ত্রীর পা ছুঁয়ে সালাম করলেন অনেক মন্ত্রী-প্রতিমন্ত্রী। তারা এ সময় প্রধানমন্ত্রীর কাছে দোয়া চাইলে প্রধানমন্ত্রী মাথায় হাত বুলিয়ে তাদের দোয়া করে দেন।
সোমবার মন্ত্রিসভার মিটিং’র সময় টেলিভিশনের পর্দায় তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক, রেলমন্ত্রী মজিবুল হক চুন্নু, আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলামকে প্রধানমন্ত্রীর পা ছুঁয়ে সালাম করতে দেখা যায়।
প্রধানমন্ত্রীর পা ছুঁয়ে সালাম করে দোয়া নেয়ার পর আর্শীবাদপুষ্ট মন্ত্রীদের অনেক ফুরফুরে মেজাজে দেখা যায়। এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সব মন্ত্রীকে পদত্যাগপত্র জমা দেয়ার নির্দেশ দেন।
উল্লেখ্য, প্রধানমন্ত্রীর কাছে পদত্যাগপত্র জমা দেয়ার পরে তিনি যাদের সর্বদলীয় মন্ত্রিসভায় রাখবেন তাদের বাদ দিয়ে বাকিদের পদত্যাগপত্র রাষ্ট্রপতির কাছে পাঠাবেন। রাষ্ট্রপতির দফতর হয়ে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে তা আনুষ্ঠানিকভাবে জানানোর কথা রয়েছে।
সংবিধানের পঞ্চদশ সংশোধনী অনুযায়ী, সরকারের মেয়াদের ৯০ দিনের মধ্যে সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা। সে হিসেবে অন্তর্বতীকালীন সর্বদলীয় সরকারের অধীনে নির্বাচনের জন্য প্রস্তুতি শুরু হয়েছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৪ নভেম্বর শ্রীলঙ্কা যাবেন, ফিরবেন ১৭ নভেম্বর। প্রধানমন্ত্রী দেশে ফিরে সর্বদলীয় সরকার গঠনের কাজ শুরু করবেন।