ফুলবাড়ীতে ট্রেন দুর্ঘটনায় আহত অর্ধশতাধিক

Trainফুলবাড়ী, দিনাজপুরদিনাজপুরের ফুলবাড়ী রেলস্টেশনে মঙ্গলবার দুটি আন্তনগর ট্রেনের মুখোমুখি সংঘর্ষে ঘটনায় সহকারী রেলস্টেশন মাস্টারসহ চারজনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এ ছাড়া দুর্ঘটনার বিষয়টি তদন্ত করতে তিনটি কমিটি গঠন করা হয়েছে। বরখাস্তরা হলেন, ফুলবাড়ী রেলস্টেশনের সহকারী স্টেশনমাস্টার আবদুল হামিদ, একতা ট্রেনের চালক আবদুল করিম, সহকারী চালক শরিফুল ইসলাম ও গার্ড আজিজুর রহমান। এ ছাড়া এ ঘটনায় গঠিত তিনটি তদন্ত কমিটির প্রক তিন দিনের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।
মঙ্গলবার ভোররাত সাড়ে তিনটার দিকে দিনাজপুরের ফুলবাড়িতে দুটি ট্রেনের মুখোমুখি সংঘর্ষে অর্ধশতাধিক আহত হয়েছেন। গুরুতর আহত ১২ জনকে ফুলবাড়ী হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ মঙ্গলবার ভোরে সীমান্ত ও একতা এক্সপ্রেসের মধ্যে এ সংঘষের্র ঘটনা ঘটে। রাত সাড়ে ৩টার দিকে সৈয়দপুর থেকে খুলনাগামী সীমান্ত এক্সপ্রেস ফুলবাড়ি রেল স্টেশনে অবস্থান করছিলো। এ সময় ঢাকা থেকে ছেড়ে আসা একতা এক্সপ্রেস লাইন সিগন্যাল ভুল করে একই লাইনে দাঁড়িয়ে থাকা একতা এক্সপ্রেসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুটি ট্রেনের অর্ধশতাধিক যাত্রী আহত হন। আহতদের উদ্ধার করে স্থানীয় চিকিৎসা কেন্দ্রে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনার পর থেকে ওই পথে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। দুটি ট্রেনের ইঞ্জিনসহ মোট পাঁচটি বগি ক্ষতিগ্রস্ত হয়েছে। সকাল ৮টার দিকে পার্বতীপুর থেকে উদ্ধারকারী ট্রেন এসে ক্ষতিগ্রস্ত বগিগুলো সরিয়ে নেয়া শুরু করেছে।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button