খালেদা জিয়ার সাথে কবি আল মাহমুদ, ড. এমাজউদ্দিন আহমদ ও আব্দুর রউফের বৈঠক
বিরোধী দলীয় নেতা ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাথে মঙ্গলবার রাতে বৈঠক করেছেন দেশের অন্যতম প্রধান কবি আল মাহমুদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি অধ্যাপক ড. এমাজউদ্দিন আহমদ ও সাবেক প্রধান নির্বাচন কমিশনার বিচারপতি মোহাম্মদ আব্দুর রউফ। খালেদা জিয়ার মিডিয়া উইংয়ের কর্মকর্তা শামসুদ্দিন আহমেদ দিদার জানান, রাত আটটার দিকে এই বিশিষ্ট ব্যক্তিবর্গ বেগম খালেদা জিয়ার সাথে তাঁর গুলশানের বাসভবনে বৈঠক করেন। এ সময় তারা বিএনপি চেয়ারপারসনের খোঁজখবর নেন এবং কুশল বিনিময় করেন। পাশপাশি দেশের উদ্ভুত পরিস্থিতি নিয়ে কথা বলেন তারা। এ ছাড়া প্রবীণ ভাষাসৈনিক আব্দুল মতিন আসার কথা থাকলেও তিনি একটি লিখিত বক্তব্য পাঠিয়েছেন বলে জানান শামসুদ্দিন দিদার। এ দিকে রাত সাড়ে আটটার পরে খালেদা জিয়ার সাথে দেখা করেন বিশিষ্ট আইনজীবী ও সংবিধান বিশেষজ্ঞ ড. তুহিন মালিক। তিনিও বেগম খালেদা জিয়ার সাথে দেশের চলমান পরিস্থিতি নিয়ে আলাপ করেন বলে জানা গেছে।