সিলেট টি ২০ বিশ্বকাপ ভেন্যু সাজছে অপরূপ সাজে
২০১৪ টি ২০ বিশ্বকাপের অন্যতম ভেন্যু সিলেট বিভাগীয় স্টেডিয়াম তৈরি করা হচ্ছে প্রকৃতির অপরূপ সাজে। চারদিকে সবুজে ঘেরা মাঠে থাকছে দেশের প্রথম গ্রিন গ্যালারি। যা দেশের অন্য কোনো স্টেডিয়ামে নেই। আগামী ২০ নভেম্বরের মধ্যে স্টেডিয়ামের পুরো কাজ শেষ হবে বলে জানান সংশ্লিষ্টরা। সরেজমিনে স্টেডিয়াম ঘুরে দেখা গেছে, আগের শ্যাওলা ধরা গ্যালারি আর নেই। বদলে গেছে পুরো দৃশ্যপট। শ্যাওলা ধরে রঙ উঠে যাওয়া গ্যালারিগুলো পরিণত হয়েছে লাল-সবুজের ক্যানভাসে। গ্যালারিতে ১৩ হাজার লাল- সবুজ চেয়ার বসানো হয়েছে। দ্রুতগতিতে কাজ চলছে মিডিয়া সেন্টারের। পুরনো মিডিয়া ভবন বদলে টেলিভিশন আকৃতির রূপ দেয়া হয়েছে। মিডিয়া সেন্টারের ৯০ ভাগ কাজ শেষ হয়েছে। পাঁচতলা বিশিষ্ট মিডিয়া সেন্টারের প্রথম তলায় টিভি প্রোডাকশন রুম, পোস্ট ব্রিফিং রুম, জার্নালিস্ট লকার ও জার্নালিস্ট লাউন্স থাকবে। দ্বিতীয় তলায় ডাইনিং লাউন্স, তৃতীয় তলায় প্রেস বক্স, চতুর্থ তলা রাখা হচ্ছে রেডিও ও টিভি ধারাভাষ্যকারদের জন্য। স্টেডিয়ামের পশ্চিম পাশে নির্মাণাধিন চারতলা বিশিষ্ট গ্র্যান্ডস্ট্যান্ডের কাঠামোর কাজ শেষ হয়েছে। এখন চলছে টাইলস ফিটিং, প্লাস্টার আর রঙের কাজ। গ্র্যান্ডস্ট্যান্ডের চারতলায় থাকছে হসপিটালিটি বক্স। ফ্লাড লাইট বসানো ও বিদ্যুৎ সাব স্টেশনের কাজ শেষ। এখন চলছে ওয়ারিংয়ের কাজ। মাঠের উত্তর-পশ্চিম পাশে বসানো হয়েছে স্কোরবোর্ড। বিপরীত কোণে থাকছে জায়ান্ট স্ক্রিন। গ্রিন গ্যালারির কাজ কিছুটা বাকি। কয়েক স্তরবিশিষ্ট মাটির তাক তৈরি করা হয়েছে। সেখানে লাগানো হবে সবুজ বৃক্ষরাজি। স্টেডিয়ামের পশ্চিম পাশে টিলার উপর তৈরি হচ্ছে এই গ্যালারি। সেখানে রাখা হচ্ছে একটি কফি হাউস। দর্শকরা দেখতে পারবেন নয়নাভিরাম চা বাগান আর সবুজ বৃক্ষের সমারোহ। সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও বিসিবির পরিচালক শফিউল আলম চৌধুরী নাদেল জানান, আইসিসির বেঁধে দেয়া সময়ের আগেই স্টেডিয়ামের পুরো কাজ শেষ হবে।