যুক্তরাষ্ট্রে বন্দুকের গুলিতে এক বছরে মারা গেছে ৩০ হাজার মানুষ
যুক্তরাষ্ট্রে গত বছর নিউটাউনের মর্মান্তিক হত্যাকা-ের পর থেকে এখন পর্যন্ত আগ্নেয়াস্ত্রের গুলিতে ৩০ হাজারের বেশি মানুষ নিহত হয়েছে। মার্কিন ওয়েবসাইট স্লেট ডটকম এ খবর দিয়েছে। গত বছরের ডিসেম্বরে কানেক্টিকাট অঙ্গরাজ্যের নিউটাউনের স্যান্ডি হুক এলিমেন্টারি স্কুলে বন্দুকধারীদের হামলায় ২১ স্কুল শিক্ষার্থীসহ ২৮ জন নিহত হয়। ওয়েব সাইটটি জানিয়েছে, সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল (সিডিসি) যে তথ্য-উপাত্ত দিয়েছে তার ভিত্তিতে আগ্নেয়াস্ত্রজনিত কারণে মৃত্যুর হিসাব করা হয়েছে। এতে বলা হয়েছে, নিউটাউনের ওই মর্মান্তিক ঘটনার পর থেকে আজ পর্যন্ত প্রায় ৩০,০৭৫ মানুষ আগ্নেয়াস্ত্রের গুলিতে প্রাণ দিয়েছে। এ ছাড়া, নিউটাউনের হত্যাকান্ডে পর মার্কিন সংবাদ মাধ্যমে আগ্নেয়াস্ত্রজনিত যেসব মৃত্যুর খবর ছাপা হয়েছে তাও খতিয়ে দেখার চেষ্টা করেছে ওয়েবসাইটটি। এতে দেখা গেছে, মার্কিন সংবাদ মাধ্যমগুলোতে নিউটাউনের ঘটনার পর থেকে আজ পর্যন্ত ১০,৩৭১টি আগ্নেয়াস্ত্রজনিত মৃত্যুর খবর প্রকাশিত হয়েছে। এতে বলা হয়েছে, আগ্নেয়াস্ত্রজনিত ৬০ শতাংশ মৃত্যু ঘটেছে আত্মহত্যার কারণে। যুক্তরাষ্ট্রে অস্ত্র প্রতিরোধ আন্দোলন ব্রাডি ক্যাম্পেইনের এর আগে দেয়া তথ্য মতে, যুক্তরাষ্ট্রে ক্ষুদ্রাস্ত্রের গুলিতে প্রতিদিন গড়ে ৩২ জন মানুষ মারা যায়। আহত হয় অন্তত ১৪০ জন। সূত্র : ওয়েবসাইট।