সিইসির সাথে ভারতীয় দূতাবাসের কর্মকর্তার বৈঠক
ঢাকায় ভারতীয় দূতাবাসের রাজনৈতিক কর্মকর্তা (কনস্যুলার) মনোজ কুমার মহাপাত্র প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিব উদ্দিন আহমদের সঙ্গে সাক্ষাৎ করেছেন।
গতকাল মঙ্গলবার বিকাল পাঁচটায় শেরেবাংলা নগরের বাংলাদেশ নির্বাচন কমিশন সচিবালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। কমিশনের এক কর্মকর্তা জানান, আগামী জাতীয় দশম সংসদ নির্বাচন উপলক্ষে ভারতের নির্বাচন কমিশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা বাংলাদেশের নির্বাচন কর্মকর্তাদের একটি ট্রেনিং দেয়ার কথা রয়েছে। সেই বিষয়ে আলাপ করতে তিনি কমিশনে এসেছিলেন।
প্রায় আধ ঘণ্টার বৈঠক শেষে ভারতীয় এই কূটনৈতিক কমিশন থেকে বেরিয়ে যান। এ সময় তিনি সাংবাদিকের সঙ্গে কথা বলেননি।
কমিশনের একটি সূত্র জানায়, আগামী নির্বাচনের ব্যাপারে ইসির সর্বশেষ প্রস্তুতি ও বাংলাদেশের সম্প্রতিক রাজনৈতিক বিষয়াবলী নিয়ে মনোজ কুমার সিইসির সঙ্গে আলোচনা করেন।
গত সোমবার প্রধানমন্ত্রী পুত্র সজীব ওয়াজেদ জয়ের ভারতীয় রাষ্ট্রদূত পঙ্কজ সরনের সঙ্গে সাক্ষাৎ করার পরদিন এই বৈঠক করেন ভারতীয় এই কূটনৈতিক।