লতিফিয়া ফুলতলী কমপ্লেক্স প্রতিষ্ঠার লক্ষে চ্যানের আইতে লাইভ ফান্ড রাইজিং ৩১ জুলাই বুধবার

Bishwaইউকে‘র মিডল্যান্ডসে প্রতিষ্ঠিত জালালালিয়া এডুকেশনাল ইনষ্টিটিউশন এর নতুন ভবন লতিফিয়া ফুলতলী কমপ্লেক্স প্রতিষ্ঠার লক্ষে আগামী ৩১ জুলাই ২২ রামাদান বুধবার বিকাল ৫টা হতে পুরো রাতব্যাপি চ্যানেল আইতে লাইভ ফান্ড রাইজিং অনুষ্ঠিত হবে। এ উপলক্ষ্যে গত ১৫ জুলাই সোমবার দুপুরে নিউ প্রজেক্ট ডেভেলপমেন্ট কমিটির সভা মাছরাঙার হলরুমে অনুষ্ঠিত হয়। নিউ প্রজেক্ট ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান মাওলানা এম.এ. কাদির আল হাসান এর সভাপতিত্বে ও জেনারেল সেক্রেটারী মোঃ খুরশেদুল হক এর উপস্থাপনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, বাংলাদেশ মাল্টিপারপাস সেন্টার এর চেয়ারম্যান আলহাজ্ব নাছির আহমদ, স্যান্ডওয়েল কাউন্সিলের সাবেক ডেপুটি লর্ড মেয়র কাউন্সিলর আহমেদুল হক এমবিই, মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা রফিক আহমদ, মোঃ মন্তাজ আলী, মোঃ গাবরু মিয়া, মোঃ সাহজাহান মিয়া, মাওলানা রুকন উদ্দিন, মোঃ মিসবাউর রহমান, মাওলানা মোঃ হুসাম উদ্দিন আল-হুমায়দী, মোঃ সাহাব উদ্দিন, মোঃ আব্দুল হাই, হাজী হাসন আলী হেলাল প্রমূখ, সভায় সকলকে এ প্রতিষ্ঠান প্রতিষ্ঠায় সহযোগীতায় এগিয়ে আসার আহ্বান জানানো হয়।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button